চাকরির পরিবর্তে কৃষিকে পেশা হিসেবে গ্রহণ জানিয়ে বন্ধুকে পত্র
| History | 📡 Page Views |
|---|---|
| Published 12-Oct-2021 | 05:21:00 AM |
Total View 203 |
| Last Updated 06-Nov-2021 | 07:28:46 AM |
Today View 0 |
পরীক্ষা পাসের পর চাকরির পরিবর্তে কেন তুমি কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করতে চাও
তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ।
মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১
বন্ধু শামীম,
আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জেনো। কয়েক দিন আগে তোমার পাঠানো চিঠি পেয়ে
খুশি হয়েছি। তোমার পাঠানো চিঠিতে তুমি আমার ভবিষ্যৎ জীবনের কর্মপন্থা জানতে
চেয়েছো। সেজন্য আমি আরো খুশি হয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর আমি কি করব এখন
তাই তোমাকে লিখছি।
তুমি নিশ্চয় লক্ষ্য করে থাকবে যে, আমাদের দেশের সব শিক্ষিত যুবকেরা পরীক্ষা
পাসের পর কোন রকমে একটা চাকরি জোগাড় করে নেয়াটাই জীবনের চরম ও পরম পাওয়া বলে
মনে করেন। চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটতে ছুটতেই তাদের জীবন প্রদীপের তেল
ফুরিয়ে যায়। ফলে, জীবনের উচ্চতর আশা আকাঙ্ক্ষা তাদের আর পূরণ হয় না। এ সমস্ত
দেখেশুনে আমি সিদ্ধান্তই নিয়ে ফেলেছি যে, উত্তরাধিকারসূত্রে আমি যে জমি
জায়গাগুলো পেয়েছি, তাতে আমি আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে ফসল ফলাতে চেষ্টা
করব। আশা করি এর ফলে, একজন নবীন কৃষক হিসেবে সমাজে আমি আদর্শ হতে সক্ষম হব। আমি
আমার ঐ জমিগুলোতে শুধু কৃষি নয়, হাঁস, মুরগী, গবাদি পশু, মাছ, প্রভৃতি চাষ করে
আমি সুপ্রতিষ্ঠিত হব। আশা করি আমার এ কাজ দেখে অনেকেই উদ্দীপ্ত হবে। তুমিও খুব
খুশি হবে আশা করি।
আমি ভাল আছি। চিঠি দিও।
ইতি
তোমার প্রতিসিক্ত
খলিল
Leave a Comment (Text or Voice)
Comments (0)