কৃষক ও তার স্ত্রীর মধ্যে সংলাপ

একজন কৃষক ও তার স্ত্রীর মধ্যে একটি সংলাপ তৈরি করো।


কৃষক : বউ আইজকা আর মাঠে খাওন নিয়া যাওনের দরকার নাই।

স্ত্রী : ক্যান? খাওন না নিয়া গেলে কী খাইবেন?

কৃষক : আর খাওয়া! জমিনে ফসলের অবস্থা ভালা না। এইসব দেখলে আর খাইতে ইচ্ছা করে না।

স্ত্রী : পোলাডার ইস্কুলে যাওনের লাইগা নতুন জুতা লাগবো, ব্যাগ লাগবো হেই খেয়াল আছে আপনের?

কৃষক : আছে আছে, তয় আমার কাছে কোনো টেকা নাই। ফসলগুলান তো বেচতে পারতাছি না। জমির ফসল জমিতেই নষ্ট হইতাছে। হরতাল-অবরোধের লাইগা কোনো সবজি কেউ কিনতাছে না। কিনব যে, স্ত্রী নিবো কেমনে? হের লেইগা দাম গিয়া ঠেকছে একবারে তলানীর মইদ্যে। এইবার যে কী হইবো কিছুই বুঝতাছি না।

স্ত্রী : আপনে কোনো চিন্তা কইরেন না। আল্লাহ চোখ তুইলা চাইলে আবার সব ঠিক হইয়া যাইবো।

কৃষক : দোয়া করো বউ, তাই যেন অয়। না অইলে দ্যাশের সব কৃষকই মইরা যাইবো। আমরা তো রাজনীতি বুঝি না।

কৃষক : আপনে মাঠে যান। আমি আপনার খাওন লইয়া আইতাছি। আগে তো বাঁচন লাগবো।
Post a Comment (0)
Previous Post Next Post