এলাকায় কলেরা প্রতিরোধের জন্য পৌরসভার চেয়ারম্যানের নিকট আবেদনপত্র

তোমার এলাকায় কলেরা প্রতিরোধের জন্য পৌরসভার চেয়ারম্যানের নিকট আবেদনপত্র লেখ।


তারিখ : ২৩ জানুয়ারি, ২০২২

মাননীয়
পৌসভার চেয়ারম্যান সাহেব সমীপেষু,
টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল।

বিষয় : কলেরা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আপনার পৌরসভাধীন তেবাড়িয়া মহল্লায় গত এক সপ্তাহ ধরে কলেরা দেখা দিয়েছে। ইতোমধ্যে মহল্লায় প্রায় ১০/১৫ জন লোকের প্রাণহানি ঘটেছে। রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। মহল্লাবাসীরা অশিক্ষিত বিধায় প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। খুব তাড়াতাড়ি প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ না করলে তা মহামারী আকারে দেখা দেবে এবং তখন তা আয়ত্তে আনা খুব কঠিন হয়ে পড়বে।

সুতরাং, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, পৌরসভা স্বাস্থ্য প্রকল্পের ডাক্তার ও সমাজকল্যাণ কর্মীদের রোগ প্রতিষেধক ওষুধপত্র, টিকাসামগ্রীসহ খুব তাড়াতাড়ি অত্র এলাকায় পাঠিয়ে এই রোগের প্রকোপ হতে মহল্লাবাসীদের আশু রক্ষা করার ব্যবস্থা করে বাধিত করবেন।

নিবেদক,
তেবাড়িয়া মহল্লাবাসীর পক্ষে
আবু সাইদ।
Post a Comment (0)
Previous Post Next Post