বিদ্যালয়ে উপস্থিত হবার পর হঠাৎ অসুস্থতাবোধ করায় ছুটির আবেদন
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 12-Oct-2021 | 12:39 PM |
Total View 39.8K |
|
Last Updated 06-Nov-2021 | 04:46 PM |
Today View 0 |
বিদ্যালয়ে উপস্থিত হবার পর হঠাৎ অসুস্থতাবোধ করায় অবশিষ্ট সময়ের জন্য ছুটি
প্রার্থনা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষে নিকট একটি আবেদনপত্র লেখ।
তারিখ: ৩০ মে, ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
উদয়ন উচ্চ বিদ্যালয়
মুন্সিগঞ্জ।
বিষয়:চতুর্থ ঘন্টার পর ছুটির জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, দ্বিতীয় ঘণ্টার পর থেকে আমি
ভীষণভাবে পেটের ব্যথা অনুভব করছি। এমনিতে সেরে যাবে এই আশায় তৃতীয় ঘণ্টার ক্লাস অনেক কষ্টে করেছি। কিন্তু বর্তমানে ব্যথা বেড়ে যাওয়ায় কোনো মতেই ক্লাস করা আর সম্ভব হচ্ছে না।
অতএব, অনুগ্রহপূর্বক আমাকে চতুর্থ ঘণ্টার পর ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
নাগউন্সিন আহমেল
অষ্টম শ্রেণি, রোল-৬
Leave a Comment (Text or Voice)
Comments (13)
Verb good
thank you 🙋🏻♀️
Very nice⚡⚡
Very nice
Nice very easy
ভালো
খুব ভালো হয়েছে
Excellent 👍👍👍
ধন্যবাদ
Very easy 👌
খুব ভালো লাগলো 😍😍
সুন্দর
Soo easy☺️☺️☺️