অর্ধ দিবসের ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 12-Oct-2021 | 12:31 PM |
Total View 31.2K |
|
Last Updated 06-Nov-2021 | 08:44 AM |
Today View 0 |
অর্ধ দিবসের ছুটির জন্য প্রার্থনা করে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র
লেখ।
তারিখ : ২০ জুলাই, ২০২২
মাননীয়
প্রধান শিক্ষক সাহের সমীপেষু
এ.কে. উচ্চ বিদ্যালয়, ঢাকা
বিষয়: অর্ধ দিবস ছুটির জন্য আবেদন।
মহোদয়,
আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রগণ বিনয়পূর্বক নিবেদন করছি যে, আজ প্রেসিডেন্ট
গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত খেলা বিষ্ণুণ ভিনটা থেকে ঢাকা
স্টেডিয়ামে শুরু হবে। আমরা এই খেলা টেলিভিশনের পর্দায় দেখার জন্য ইচ্ছা পোষণ
করছি। অতএব, বিনীত প্রার্থনা এই যে, চতুর্থ ঘন্টার পর স্কুল ছুটি মঞ্জুরীপূর্বক
আমাদেরকে খেলা দেখার সুযোগ দানে বাধিত করবেন।
আপনার একান্ত অনুগত,
ইসলামপুর এ.কে.আর উচ্চ বিদ্যালয়ের
ছাত্র-ছাত্রীবৃন্দ
Leave a Comment (Text or Voice)
Comments (3)
Big fan
Thanks!🌿✨
🤣🤣🤣🤣🤣🤣🤣