ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উপদেশ দিয়ে ছোট বোনের নিকট পত্র
| History | 📡 Page Views |
|---|---|
| Published 15-Oct-2021 | 11:23:00 AM |
Total View 7.9K+ |
| Last Updated 10-Nov-2021 | 06:29:42 AM |
Today View 0 |
ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উপদেশ দিয়ে তোমার ছোট বোনের নিকট পত্র
লেখ।
মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১
স্নেহের মালতি,
প্রথমেই আমার ভালোবাসা নিও। আশা করি, স্রষ্টার কৃপায় ভালো আছ। গতকাল মায়ের
হাতের পত্র পেলাম। চিঠি পড়ে খুব দুঃখ পেলাম। কারণ তোমার পরীক্ষার ফল খারাপ
হয়েছে, বিশেষত গণিতে ও বিজ্ঞানে তুমি খুবই খারাপ করেছ। কিন্তু আমার বিশ্বাস,
তুমি একটু মনোযোগী হলেই আবার ভালো করতে পারবে। তোমার মনে রাখতে হবে, ছাত্রজীবন
খুবই আনন্দের এবং মধুময়। তবে এ সময়ই জীবনগঠনের উপযুক্ত সময়। এই সময় কঠোর
সাধনা ও পরিশ্রমের মাধ্যমে জীবনের ভিত রচনা করলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সঙ্গ বড়
একটি বিষয়। তাই বন্ধু নির্বাচনের দিকটিতে সতর্ক ও সচেতন হবে। মন দিয়ে লেখাপড়া
করবে। গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে বেশি বেশি অনুশীলন করবে। সব সময় সৎ ও
শুভকর্ম করার চেষ্টা করবে। গুরুজনদের সব সময় সম্মান ও শ্রদ্ধা করবে। বিশেষ আর
কিছু নয়। উপরের বিষয়গুলো মনেপ্রাণে ধারণ করে সেভাবে কাজ করবে। বাড়ির
সবাইকে আমার সালাম ও দোয়া পৌঁছে দিও।
ইতি,
তোমার বড় আপা
জুই
Leave a Comment (Text or Voice)
Comments (4)
good
Khub shondor kire deoa,,,, thanks for helps us
Good
ভালো