একটি মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ জানিয়ে বন্ধু/বান্ধবীকে চিঠি

History 📡 Page Views
Published
15-Oct-2021 | 11:16:00 AM
Total View
5.8K+
Last Updated
25-Mar-2023 | 02:08:39 PM
Today View
0
একটি মর্মান্তিক দুর্ঘটনার সংবাদ জানিয়ে বন্ধু/বান্ধবীকে চিঠি লেখ।

মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২২

প্রিয় লতা,
অনেক দিন হলো তোমার কোনো চিঠি পাই না। নিশ্চয়ই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছ। আজ তোমাকে একটি বিষয় জানাতেই আমার এ লেখা। যে দুঃখ প্রিয়জনকে বলে কিছুটা হালকা হওয়া যায়, তেমনই একটি বিষয় তোমাকে জানাব। তুমি তো জানো বিদ্যালয়ে পৌঁছাতে আমাকে মহাসড়ক ধরে বেশ কিছু দূর যেতে হয়। আজ বড় আপা চলে যাওয়ায় মনটা একটু ভারাক্রান্ত ছিল। তাই কিছুটা আনমনা হয়ে হাঁটছিলাম। আমার একটু সামনেই বছর তিনেকের একটি ফুটফুটে ছেলেকে নিয়ে তার মা রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। চৌরাস্তার মোড়ে পৌঁছাতেই ছেলেটি বিস্কুট খাবে বলে মায়ের হাত ছেড়ে দোকানের দিকে দৌড় দিল। এমন সময় ঘাতকরূপী একটি মালবাহী ট্রাক এলো। ‘বাবা ধন’ বলে মাও ছেলেকে রক্ষা করতে দৌড় দিলেন। কিন্তু তার কোলের মানিককে বাঁচাতে তো পারলই না, উপরন্তু নিজের দেহটাও দুই টুকরো হয়ে গেল। তারপরের ঘটনা বর্ণনাতীত। পিচঢালা রাস্তাটিতে যেন রক্তের বন্যা বয়ে গেল। দানবরূপী ট্রাকটিকে সবাই আটকে রাখলেও রক্ষা করতে পারেনি মা ও সন্তানের জীবন। ঐ মুহূর্তে আমি যেন নির্বাক হয়ে গিয়েছিলাম। চোখের সামনে এমন একটি দুর্ঘটনা প্রত্যক্ষ করে আমি কিংকর্তব্যবিমূঢ়। আজ রাখি। চিঠি আর দীর্ঘ করব না। তুমি রাস্তা চলার সময় সাবধানে চলিও৷

ইতি
তোমার বান্ধবী
লিজা

* [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)