বৈশ্বিক উষ্ণতার ভয়াবহতা নিয়ে পরিবেশবিদ ও ছাত্রের মধ্যে সংলাপ

বৈশ্বিক উষ্ণতার ভয়াবহতা নিয়ে পরিবেশবিদ ও একজন ছাত্রের মধ্যে সংলাপ তৈরি করো


পরিবেশবিদ : তুমি বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে কী জানো?

ছাত্র : দিনে দিনে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।

পরিবেশবিদ : এর কারণ বলতে পারো?

ছাত্র : পরিবেশের প্রতি আমাদের অবহেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্পর্কে আমাদের অজ্ঞতা।

পরিবেশবিদ : আর এর ফলে আমাদের কী ক্ষতি হচ্ছে?

ছাত্র : এটা বলতে পারব না স্যার।

পরিবেশবিদ : বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দিন দিন পৃথিবী আমাদের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এর মধ্যেই অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। আর পরিবেশ দিন দিন আমাদের জন্য বৈরী হয়ে আসছে।

ছাত্র : তাহলে এ থেকে রক্ষা পাবার উপায় কী স্যার?

পরিবেশবিদ : আমাদের পরিবেশের বিষয়ে সচেতন হতে হবে। এমন কিছু করা যাবে না যার ফলে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ে।

ছাত্র : বুঝতে পেরেছি স্যার। আমাদের সচেতনতাই পারে এ বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করতে।
Post a Comment (0)
Previous Post Next Post