HSC 2021 : জীববিজ্ঞান : অ্যাসাইনমেন্ট

দ্বিতীয় অ্যাসাইনমেন্ট
জীববিজ্ঞান (২য় পত্র)
৩য় সপ্তাহ

বৈশিষ্ট্যের ভিত্তিতে কার্ডাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণিবিন্যাসকরণ।

নমুনা সমাধান

বৈশিষ্ট্য কন্ডিকটিনোপটেরিজি/সার্কোপটোরিটি (মৎস্য) উভয়চর / Amphibia সরীসৃপ / Reptilia পাখি / Aves স্তন্যপায়ী / Mammalia
ত্বক ভেজা ও আঁইশ যুক্ত ভেজা শুষ্ক ও আঁইশ যুক্ত শুষ্ক ও পালক আবৃত শুষ্ক ও লোম যুক্ত
হৃৎপিণ্ড ২ প্রকোষ্ঠ বিশিষ্ট এক প্রকোষ্ঠ বিশিষ্ট অসম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট সম্পূর্ণ ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট
শ্বসনঅঙ্গ ফুলকা ফুসফুস ফুসফুস ফুসফুস ফুসফুস
রক্ত শীতল শীতল শীতল উষ্ণ উষ্ণ
প্রসব ডিম ডিম ডিম ও বাচ্চা ডিম বাচ্চা (ব্যতিক্রম : প্লাটিপাস)

প্রাণির ভিন্নতা ও শ্রেণিবিন্যাস
রাউন্ড বৈশিষ্ট্য (ক) শ্রেণির নাম (খ) ব্যাখ্যা (গ)
১. বাচ্চা প্রসব করে, ২ প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, ফুলকা নাই বৈশিষ্ট্যগুলো কোনো শ্রেণির প্রাণীর সাথে মিল নেই।
২. শুষ্ক ত্বক, ফুলকা, বাচ্চা প্রসব করে নাই বৈশিষ্ট্যগুলো কোনো শ্রেণির প্রাণীর সাথে মিল নেই।
৩. পালক যুক্ত ত্বক, সম্পূর্ণ, ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, উষ্ণ রক্ত পাখি/Aves বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র Aves শ্রেণির প্রাণীর সাথে মিল রয়েছে।
৪. ফুলকা, শীতল রক্ত, বাচ্চা প্রসব করে নাই বৈশিষ্ট্যগুলো কোনো শ্রেণির প্রাণীর সাথে মিল নেই।
৫. লোমযুক্ত ত্বক, উষ্ণ রক্ত, বাচ্চা প্রসব করে স্তন্যপায়ী / Mammalia বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র Mammalia শ্রেণির প্রাণীর সাথে মিল রয়েছে।


প্রথম অ্যাসাইনমেন্ট
জীববিজ্ঞান (১ম পত্র)
১ম সপ্তাহ

মিয়োসিস বিভাজনের সময় ক্রসিং ওভারের ফলে জিনগত পরিবর্তনের মডেল বিশ্লেষণ।

নমুনা সমাধান

(ক)
ক্রসিং ওভার ব্যতীত মিয়োসিস হলে কী ঘটবে?
রাউন্ড-১ বাবা থেকে আসা বৈশিষ্ট্য সমূহ রক্তে চর্বি বেশি, কোকড়া চুল, নীলাভ চোখ, শান্ত।
মা থেকে আসা বৈশিষ্ট্য সমূহ রক্তে চর্বি কম, সোজা চুল, বাদামি চোখ, চঞ্চল
রাউন্ড-২ বাবা থেকে বৈশিষ্ট্য সমূহ চর্বি কম, কোকড়া চুল, বাদামী চোখ, শান্ত।
মা থেকে আসা বৈশিষ্ট্য সমূহ চর্বি কম, সোজা চুল নীলাভ চোখ, শান্ত।

(খ)
ক্রসিং ওভার ব্যতীত মিয়োসিস হলে কী ঘটবে?
রাউন্ড-৩ বাবা থেকে আসা বৈশিষ্ট্য সমূহ চর্বি কম, কোকড়া চুল, নীলাভ চোখ, শান্ত।
মা থেকে আসা বৈশিষ্ট্য সমূহ চর্বি কম, সোজা চুল, বাদামি চোখ, চঞ্চল
রাউন্ড-৪ বাবা থেকে বৈশিষ্ট্য সমূহ চর্বি কম, কোকড়া চুল, বাদামী চোখ, চঞ্চল।
মা থেকে আসা বৈশিষ্ট্য সমূহ চর্বি কম, সোজা চুল, নীলাভ চোখ, শান্ত।

(গ)
ক্রসিং ওভার হওয়া এবং না হওয়ার ফলে যে যে জিনগত বৈচিত্র্যের পার্থক্য দেখা যায়, তা নিম্নে উল্লেখ করা হলাে :

১. ক্রসিংওভার না হওয়ার ফলে মাতার থেকে আসা বৈশিষ্ট্যসমূহের মধ্যে চুলের প্রকৃতি ছিলাে সােজা, কিন্তু ক্রসিং ওভার হওয়ার ফলে মাতার থেকে আসা বৈশিষ্ট্যের প্রকৃতি পরিবর্তিত হয়ে হচ্ছে কোকড়া প্রকৃতি । 

২. ক্রসিংওভার না হওয়ার ফলে পিতার থেকে আসা বৈশিষ্ট্যসমূহের মধ্যে চোখের প্রকৃতি ছিলাে নীলাভ, কিন্তু ক্রসিং ওভার হওয়ার ফলে পিতার থেকে আসা বৈশিষ্ট্যের প্রকৃতি পরিবর্তিত হয়ে হচ্ছে বাদামী প্রকৃতি।

জিনগত বৈচিত্র্যের পার্থক্য সৃষ্টি হওয়ার ব্যাখ্যা : আমরা জানি, একজোড়া সমসংস্থ ক্রোমােসােমের দুটি ননসিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে যেহেতু দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তন সাধনের ফলে জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়।

এতে ক্রোমােসােমে বিভিন্ন বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক জিনের অবস্থানের পরিবর্তন হয়। যেমনটা উপরের পরীক্ষায় পর্যবেক্ষন করা হয়েছে ।

1 Comments

  1. HSC21 er 2nd week er assinmnt er solution ki uploaded hosie?

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post