সাধারণ জ্ঞান : ২০২১-২২ অর্থবছরের বাজেট

২০২১-২২ অর্থবছরের বাজেট
মন্ত্রীসভায় অনুমোদন।
  • বাজেট ঘোষণা করা হয় – ৩ জুন ২০২১
  • সংসদে বাজেট পাশ – ৩০ জুন ২০২১
  • বাজেট কার্যকর – ১ লা জুলাই ২০২১
  • বাজেটের স্লোগান : জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় ও আগামীর পথে বাংলাদেশ।
  • দেশের বাজেট– ৫০তম (একটি অন্তর্বর্তী কালীন বাজেটসহ ৫১তম )।
  • ঘোষক– অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল (অর্থমন্ত্রী হিসেবে তার ৩য় বাজেট ঘোষণা) 
  • আওয়ামী লীগ সরকারের ২১ তম বাজেট। 
  • বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। (জিডিপির ১৭.৪৭%)
  • বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।
  • ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
  • এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।
  • জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ ভাগ।
  • রাজস্ব আয়ের লক্ষ্য ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা।
  • অভ্যন্তরীণ ঋণ ১ লাখ ১৩ হাজার ৪৫৩ কোটি টাকা।
  • করোনা মোকাবিলায় বরাদ্দ ১০ হাজার কোটি টাকা।
  • মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ ৬৬ হাজার ১৬৪ কোটি টাকা
  • ব্যক্তির করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত।
  • মোবাইল ব্যাংকিংয়ে করপোরেট কর বাড়ছে সাড়ে ৭ শতাংশ।
  • মূল্যস্ফীতি ৫ দশমিক ৩ ভাগ।

বাজেটে করমুক্ত আয়সীমা
  • সাধারণ বীমা (ব্যক্তি শ্রেণী) — ৩ লাখ টাকা।
  • প্রতিবন্ধী ব্যক্তি — ৪ লাখ ৫০ হাজার।
  • নারী / ৬৫ উর্ধ্ব / তৃতীয় লিঙ্গ করদাতা — ৩ লাখ ৫০ হাজার।
  • যুদ্ধাহত মুক্তিযোদ্ধা — ৪ লাখ ৭৫ হাজার।
  • ক্ষুদ্র ও মাঝারী উদ্যোগ এর কর অব্যাহতি সীমা — বার্ষিক ৩৬ লাখ টাকা।

স্বাস্থ্য খাতে
  • স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ। 
  • মেডিকেল যন্ত্রাংশ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানী শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
  • দ্রুত সময়ে স্বাস্থ্য সেবা জনগণের নিকট পৌছানোর লক্ষ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্য নিয়োগ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে। 

বাজেট সম্পর্কিত আরো কিছু তথ্য
  • সংবিধানে বাজেটকে বলা হয় : Annual financial statement. 
  • বাজেট প্রণয়ন করে : অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
  • বাংলাদেশের অর্থ বছরের সময়কাল : ১লা জুলাই — ৩০ শে জুন।
  • অর্থ বৎসর : সংবিধানের ১৫২ অনুচ্ছেদে উল্লেখিত অর্থ বৎসর।
  • বাজেট সম্পর্কিত আইন : সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ নামে পরিচিত।

আজিবুল হাসান
৩ জুন, ২০২১ 

1 Comments

Post a Comment
Previous Post Next Post