মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : ইংরেজি সাহিত্যের নবজাগরণের যুগ (১৫০০-১৬৬০)

The Renaissance Period
নবজাগরণের যুগ (১৫০০-১৬৬০

১৫০০ খ্রিঃ থেকে শুরু করে ১৬৬০ খ্রিঃ পর্যন্ত মোট ১৬০ বছরকে ইংরেজি সাহিত্যের রেনেসাঁর যুগ / The Renaissance Period বলা হয়। "Renaissance" অর্থ— rebirth / revival / regeneration (পুনর্জন্ম)। এই যুগের প্রধান বৈশিষ্ট্য গুলো হলো— ভালবাসা, সৌন্দর্যপ্রীতি, মানবতাবাদ, নব্য জ্ঞান, অপরিসীম সম্পদ এবং ক্ষমতার প্রতি মোহ ইত্যাদি। 

The Renaissance Period এ যে সময়ে যে শাসক / রাজা শাসনকার্য পরিচালনা করত, সেই যুগকে /সময়কে সেই শাসকের নাম অনুসারে ভাগ করা হয়েছে। বিভিন্ন শাসকের নাম অনুসারে রেনেসাঁর যুগকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। যথা—

(i) The Elizabethan Age (এলিজাবেথান যুগ) : 1558 - 1603
(ii) The Jacobean Age (জ্যাকোবিয়ান যুগ) : 1603 - 1625
(iii) The Caroline Age (ক্যারোলিয়ান যুগ) : 1625 - 1649
(iv) The Commonwealth Age (কমনওয়েলথ যুগ) : 1649 - 1660 

যদিও The Renaissance Period বা নবজাগরণের যুগের সময়কাল শুরু হয়েছে ১৫০০ খ্রিঃ হতে। কিন্তু ১৫০০ খ্রিঃ হতে ১৫৫৮ খ্রিঃ ব্যাপ্তি সময়কালকে রেনেসার যুগের প্রস্তুতিমূলক সময় ধরা হয়। অর্থাৎ একে Preparation for Renaissance বলা হয়। 

রেনেসাঁর যুগের চারটি শ্রেনিভাগকে সহজ উপায়ে মনে রাখতে একটি কৌশল / টেকনিক  আমরা শিখতে পারি। চলুন দেখা যাক সেটি কেমন :

ছন্দ : এলিজা যাবে কারে করে। 

অর্থাৎ, 
এলিজা — এলিজাবেথান যুগ
যাবে — জ্যাকোবিয়ান যুগ
কারে — ক্যারোলিয়ান যুগ
করে — কমনওয়েলথ যুগ। 

এছাড়াও রেনেসাঁর যুগের অন্যতম দুটি সময়কাল আছে। যে সময়ে একজন লেখক একাই পুরো সময়টা নিজের দখলে নিয়েছেন তার সাহিত্য কর্মের মাধ্যমে। তিনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। যাকে ছাড়া ইংরেজি সাহিত্য কল্পনা করা যায়। বলা চলে শেক্সপিয়ার এবং ইংরেজি সাহিত্য একই সূত্রে গাঁথা। এই দুটি সময়কাল হলো— 
  • The Shakespearean Age (শেক্সপিয়ার যুগ) : 1590 - 1616
  • The Puritan Period (বিশুদ্ধতার যুগ) : 1620 - 1660 

The main features
(প্রধান বৈশিষ্ট্য সমূহ)
The Renaissance Period বা রেনেসাঁর যুগের প্রধান বৈশিষ্ট্য সমূহ নিম্নে উল্লেখ করা হল :
(i) Love for the past (স্মৃতিকাতরতা / অতীতের ভালবাসা)
(ii) Love of the beauty (সৌন্দর্যের প্রতি মোহ / সৌন্দর্যপ্রীতি)
(iii) Cultural Movement (সাংস্কৃতিক অগ্রগতি)
(iv) Passion for new knowledge (নব্য জ্ঞান এর অনুভূতি) 
(v) Desire for unlimited wealth and power (অপরিসীম সম্পদ ও ক্ষমতার প্রতি মোহ)

কিছু গুরুত্বপূর্ণ তথ্য
(১) এই সময়ে রাণী এলিজাবেথের সামনে প্রথম নাটক মঞ্চস্থ করা হয় ১৫৬২ সালে। এবং এই নাটকের নাম ছিল 'Gorboduc'. 

(২) এই যুগের বিখ্যাত ইতালিয়ান চিত্রকর লিউনার্দ্যে দ্য ভিঞ্চি (Leonardo Da Vinci) এবং মাইকেল এঞ্জেলা। 

Preparation for Renaissance
১৫০০ খ্রিঃ থেকে আরম্ভ হয়ে ১৫৫৮ খ্রিঃ পর্যন্ত মোট 58 বছরকে ইংরেজি সাহিত্যের রেনেসাঁর যুগের প্রাকপর্ব বা প্রস্তুতি যুগ বলা হয় কারণ এ সময় খুব অল্প হারে ইউরোপীয় সাহিত্যের অনুকরণের মধ্য দিয়ে ইংল্যান্ডে সাহিত্যের যাত্রা শুরু হয়৷ আসলে জাগরণমূলক মূল সাহিত্য শুরু হয় ১৫৫৮ সালের পর থেকে।

এ সময়কার উল্লেখযোগ্য ৩ জন সাহিত্যিকের পরিচয় নিম্নে দেওয়া হল—

Sir Thomas More (টমাস মুর: ১৪৭৮ - ১৫৩৫) : বিখ্যাত প্রাবন্ধিক— Essayist; বিখ্যাত গ্রন্থ— Utopia (Kingdom of Nowhere);  History of King Richard — III

Nicholas Udall (নিকোলাস উডল: ১৫০৫ - ১৫৫৬) : তাকে Father of English comedy বলা হয়। তার বিখ্যাত নাটক— 'Ralph Roister Doister (এটাই First English comedy drama)

Sir Thomas Wyatt (1503 - 1542) : তাকে ইংরেজি সনেটের জনক  (Father of English Sonnet) বলা হয়৷ (নোট : সনেট/ ইতালিয়ান সনেটের জনক— পেত্রার্ক; বাংলা সনেটের জনক— মাইকেল মধুসূদন দত্ত; বাংলা ভাষায় ইতালিয়ান সনেটের প্রবর্তক— প্রমথ চৌধুরী।)
Post a Comment (0)
Previous Post Next Post