ব্যাকরণ : কারক বিভক্তির প্রয়োগ বা উদাহরণ - PDF

কারক বিভক্তির উদাহরণ

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

অর্থ অনর্থ ঘটায় > কর্তায় শূন্য

অর্থে অনর্থ ঘটে > করণে ৭মী

অন্ধজনে দেহ আলো > সম্প্রদানে ৭মী

অন্নহীনে অন্ন দাও > সম্প্রদানে ৭মী

অল্প শোকে কাতর অধিক শোকে পাথর > করণে ৭মী

অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ > অধিকরণে ৭মী

অতিবড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ > অধিকরণে ৭মী

অবনি ঘর পড়ি যায় > অধিকরণে শূন্য

অভিমানে কিবা আজি ত্যজিল পরাণ > অপাদানে ৭মী ; কর্মে শূন্য

অহংকারে পতন ঘটে > করণে ৭মী

অণুতে গঠিত হিমালয় > করণে ৭মী

অল্পবিদ্যা ভয়ংকরী, কথায় কথায় ডিকশনারি > কর্মে শূন্য

অধ্যয়নে বিরত হতে নেই > অপাদানে ৭মী

অন্নহীনে অন্ন দিতে ভিক্ষা মাগে লক্ষ্মী হয়ে > নিমিত্তার্থে ৭মী

অস্ত্রহীন যোধে কী সে সম্বোধে সংগ্রাম > কর্মকারকে ৭মী

অন্ধকারে জেগে ওঠা > অধিকরণে ৭মী

অবশেষে তুষারক্ষেত্রে উপনীত হইলাম > অধিকরণে ৭মী

অগণ্য উন্নত বৃক্ষ নিরন্তর পুষ্প বৃষ্টি করিতেছে > কর্তৃকারকে ৭মী

অহি নকুলকে এক খাঁচায় ধরে রেখেছে > কর্মকারকে ২য়া

অন্তহীন প্রাণের বিকালতীর্থ যাত্রা করব > অধিকরণে ৭মী

অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে > অপাদানে ৫মী

অন্ধকার গভীর নিশীথে সে মায়ের হাত ধরিয়া বাহির হইল > অধিকরণে ৭মী

অতি অল্প কথায় সমীরুদ্দি আমাকে সবকিছু বলেছিল > করণে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

আজকে নগদ কালকে ধার > অধিকরণে ২য়া

আমাদের একটি গল্প বলুন > কর্মে ৬ষ্ঠী

আমা হতে এ কার্য হবে না সাধন > কর্তায় ৫মী

আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয় > অধিকরণে ৭মী

আমি ঢাকা যাবো > অধিকরণে শূন্য

আমরা রোজ স্কুলে যাই > অধিকরণে ৭মী

আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা > কর্মে ২য়া

আমাকে একখানা বই দাও > কর্মে শূন্য

আমার যাওয়া হয়নি > কর্তায় ৬ষ্ঠী

আমার খাওয়া হলো না > কর্তায় ৬ষ্ঠী

আমাকে যেতে হবে > কর্তায় ২য়া

আমায় একটু আশ্রয় দিন > সম্প্রদানে ৭মী

আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে > অপাদানে ৭মী

আগুনে সেঁক দাও > করণে ৭মী

আকাশে চাঁদ উঠেছে > অধিকরণে ৭মী

আকুল করিয়া তোলে মন > কর্মকারকে শূন্য

আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায় > অধিকরণে ৭মী

আমাদের চটিজুতো একজোড়া থাকিত > কর্মে শূন্য

আমাদের বাড়ির দরজি নেয়ামত খলিফা > সম্বন্ধ পদ (কারক নয়)

আহারে আমাদের শৌখিনতার গন্ধও ছিল না > সম্বন্ধ পদ (কারক নয়)

আজ হবে না, কাল এসো > অধিকরণে শূন্য

আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গাঁ > অধিকরণে শূন্য

আমারি সোনার ধানে গিয়েছে ভরি > করণে ৭মী

আলো চাই, অন্ন চাই, চাই মুক্তবায়ু > সম্প্রদানে শূন্য

আকাশের ঐ তারার সনে কইব কথা নাই বা তুমি এলে > কর্মে ৬ষ্ঠী, কর্তায় শূন্য

আমারে লহ তুমি করুণা করে > কর্মে ২য়া

আচার–ব্যবহারে ভদ্র–অভদ্র চেনা যায় > অপাদানে ৭মী

আত্মার সম্পর্ক হল আত্মীয় > কর্মে শূন্য

আকাশ আজি মেঘলা যেয়ো নাকো একলা > অধিকরণে শূন্য

আপন পাঠেতে মন করহ নিবেশ > অধিকরণে ৭মী

আমার স্বপন আধো জাগরণ < কর্মে শূন্য

আমারে করহ তোমার বীণা > কর্মে ২য়া

আলোয় আঁধার কাটিয়া যায় > করণে ৭মী

আমেরিকাতে ক্লিন এয়ার অ্যাক্ট আইন পাশ হয়ে যায় > অধিকরণে ৭মী

আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে > অধিকরণে শূন্য

আগুনটা ভালো করে জ্বালা > কর্মে শূন্য

আজ সেখানে গিয়েছিলাম > অধিকরণে শূন্য

আমাদের মতো শিশুর আজ্ঞা যদি খাটিত > কর্তৃকারকে ৬ষ্ঠী

আমার ওই গাছগুলো যেন না কাটে > কর্তৃকারকে ৬ষ্ঠী

আমার মহেশ মরে যাবে > কর্তৃকারকে শূন্য

আমার খাওয়া দাওয়া হয়নি > কর্তৃকারকে ৬ষ্ঠী

আমাকে যত খুশি সাজা দিও > কর্মকারকে ২য়া

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

সময় তার দেখা মেলা ভার > অধিকরণে শূন্য 

মেঘে বৃষ্টি হয়ন > অপাদানে ৭মী

একদিন পাপের ফল ফলিবে > অধিকরণে শূন্য 

জমিতে সোনা ফলে > অধিকরণে ৭মী

একদিন যাব > অধিকরণে শূন্য 

এক যে ছিল রাজা > কর্তায় শূন্য 

এই নদীর মাছ বড় > অধিকরণে ৬ষ্ঠী

এই বনে বাঘের ভয় নেই > অপাদানে ৬ষ্ঠী

প্রার্থনা হতে পাপ দূর হবে না > করণে ৫মী

বাড়িতে কেউ নেই > অধিকরণে ৭মী

সুতায় কাপড় হয় না > করণে ৭মী

এত শঠতা, এত যে ব্যথা, তবু কেন তা মধুতে মাখা > করণে ৭মী

দেহে প্রাণ নেই > অধিকরণে ৭মী

কলমে ভালো লেখা হয় > করণে ৭মী

বছর খুব ভালো ফসল হয়েছে > অধিকরণে শূন্য 

এর অধীনে দায়িত্বভার অর্পন করুন > কর্মে ৭মী

এমন চোরের মতো বাঁচা বাঁচিতে চাই না > কর্মে শূন্য 

'একদা প্রভাতে ভানুর প্রভাতে ফুটিলে কমলগুলি' > করণে ৭মী

এক যে ছিল চাঁদেরকোনায় চরকা কাটা বুড়ি > অধিকরণে ৭মী

একটি গান শোনাও > কর্মে শূন্য 

এবারের সংগ্রাম দেশগড়ার সংগ্রাম > কর্মে ৬ষ্ঠী

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম > নিমিত্তার্থে ৬ষ্ঠী

এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে > করণকারকে ৭মী

একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে > অধিকরণে ৭মী

বিদ্রূপ গফুরের কানে গেল না > কর্মে শূন্য / কর্তৃকারকে ৬ষ্ঠী

এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাক্য রোধ হইয়া গেল > করণে ৭মী

এক ফটোগ্রাফওয়ালা ডেকে আনো > কর্মে শূন্য 

এক সময়ে দিলুম তাকে কেটে > অধিকরণে ৭মী

এই মাতৃহীন শিশুটি গেল তার চাচির কাছে > কর্তৃকারকে শূন্য 

একেবারে রাস্তার মাঝখানে উঠছে > অধিকরণে ৭মী

একদিন সকালে একমনে খবরের কাগজ পড়ছি > অধিকরণে ৭মী

মানুষকেও যেন দেখতে পায় > কর্মে ২য়া

এক দেহে হল লীন >, অধিকরণে ৭মী

একদিন অমরায় গিয়ে > অধিকরণে ৭মী

এতো সোনা মোর ছড়াইয়া দিল কারা > কর্মে শূন্য 

এখনো আমার মনে তোমার উজ্জল উপস্থিতি > অধিকরণে ৭মী

এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি > করণে ৭মী

একটি স্ত্রীলোক গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করিয়া আসিয়াছিল > অধিকরণে ৭মী

একজন বোধকরি অন্তরীক্ষে থাকিয়া লক্ষ করিলেন > অধিকরণে ৭মী

এই ছোটো মেয়েটা তো কাছেই ঘেঁষিতে পারে না > কর্তৃকারকে শূন্য 

একখানি যাত্রীর নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাবর্তন করিতেছিল > অপাদানে ৭মী

এসব আর্বজনা থেকে রোগ জীবাণুবাহী মাছি কীটপতঙ্গের জন্ম হয় > অপাদানে ৫মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

ঐ দেখা যায় তালগাছ ঐ আমাদের গাঁ > কর্মে শূন্য 

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলুম > কর্মে ২য়া

ওরা কেউ এর আগে প্রজ্বলন্ত আগ্নেয়গিরি দেখি নি > কর্মে শূন্য

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

কপোল ভাসিয়া গেল নয়নের জলো > কর্মে শূন্য 

কাননে কুসুমকলি সকলি ফুটিল > কর্মে শূন্য 

কত ধানে কত চাল তা আমি জানি > অপাদানে ৭মী

কান্নায় শোক মন্দীভূত হয় > ভাবাধিকরণে ৭মী

কপালের লেখা যায় না খণ্ডন > অধিকরণে ৬ষ্ঠী

কাননে কুসুমকলি সকলি ফুটিল > অধিকরণে ৭মী

কথায় কথা বাড়ে > করণে ৭মী

কাঁথায় শীত মানে না > করণে ৭মী

কলমের খোঁচা দিও না > করণে ৬ষ্ঠী

কুকর্মে বিরত হও > অপাদানে ৭মী

কাজে মন দাও > অধিকরণে ৭মী

কাচের জিনিস অতি সহজে ভাঙে > করণে ৬ষ্ঠী

কাজের বেলা গোল করো না > অধিকরণে শূন্য 

কি সাহসে এমন কথা বললে > কর্মে ৭মী

কোথাও আমার হারিয়ে যেতে নাই মানা > কর্তায় ৬ষ্ঠী

কী হচ্ছে বাইরে > অধিকরণে ৭মী

কর্তা তোকে জ্যাম্ত করে দেবে > কর্মে ২য়া

কাকি আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও > সম্বোধন পদ (কারক নয়)

কাকা তোমার দুটি পায়ে পড়ি > সম্বোধন পদ (কারক নয়)

কবিগুরু গীতাঞ্জলি লিখেছেন > কর্মে শূন্য 

কথায় চিড়ে ভেজে না > করণে ৭মী, কর্মে ৭মী

কোথা সে ছায়া সখি কোথায় সে জল > কর্মে শূন্য 

ক্রোধ থেকে জন্মে মোহ, মোহ থেকে পাপ > অপাদানে শূন্য 

কূলে একা বসে আছি নাহি ভরসা > অধিকরণে ৭মী

কি করি আজ ভেবে নাই > অধিকরণে শূন্য 

কষ্ট করলে কেষ্ট মিলে না > কর্মে শূন্য 

কেহ বাতায়ন–পাশে চেয়ে রয় নীলাকাশে > কর্মকারকে ৭মী

কেঁদে মরি আঁখিজলে > করণকারকে ৭মী

কোনো প্রান্তরের গাছের ছায়ায় > অধিকরণে ৭মী

কী দেখে ডরিবে এদাস হেন দুর্বল মানবে? > অপাদানে ৭মী

কোনোদিন অদৃষ্টকে দোষ দিই নাই > কর্মে ২য়া

কৃষ্ণা দ্বাদশীর জ্যাোৎস্না যখন মরিয়া গেছে > কর্তৃকারকে শূন্য 

কেঁদে ভাসাইত বুক > কর্মে শূন্য 

কতবার বালিকাকে জিজ্ঞাসা করিয়াছি > কর্মে ২য়া

ক্রুদ্ধ রোষে রুদ্ধ ব্যথায় ফোঁপায় প্রাণে ক্ষুব্ধ বাণী > রোষে = করণে ৭মী, ব্যথায় = করণে ৭মী, বাণী = কর্তৃকারকে শূন্য। 

কিন্তু বলাইয়ের আগ্রহের সাথে পাল্লা দিতে পারে না > কর্তৃকারকে ৬ষ্ঠী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

খুব ঘুম ঘুমিয়েছি > কর্মে শূন্য 

খিলিপান দিয়ে সে ঔষধ খাবে > অধিকরণে ৩য়া

খড়গে ছাগে কাটে > করণে ৭মী

খড়গে ছাগে কাটে > কর্মে ৭মী

খুব ঠকা ঠকেছি > কর্মে শূন্য 

খেঁদু বাবুর এদোপুকুর মাছে গেছে ভরে > অধিকরণে ৩য়া

খেঁদু বাবুর এদোপুকুর মাছে গেছে ভরে > করণে ৭মী

খেজুর রসে গুড় হয় > অপাদানে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

গানে গানে মন ভরেছে > করণে ৭মী

গুরুজনে কর নতি > সম্প্রদানে ৭মী

গৃহহীনে গৃহ দাও > সম্প্রদানে ৭মী

গরু গাড়ি টানে > কর্তায় শূন্য 

গরুতে ঘাস খায় > কর্তায় ৭মী

গরুতে গাড়ি টানে > কর্তায় ৭মী

গাড়ি স্টেশন ছাড়ে > অপাদানে শূন্য 

গাছে কাঁঠাল গোঁফে তেল > অধিকরণে ৭মী

গাঁয়ে মানে না আপনি মোড়ল > কর্তায় ৭মী

গুণহীন চিরদিন থাকে পরাধীন > কর্তায় শূন্য 

গুণহীনে ত্যাগ কর > কর্মে ৭মী

গগনে গরজে মেঘ ঘন বরষা > অধিকরণে ৭মী

গুণ্ডারা পথিকের মাথায় লাঠি মেরেছে > অধিকরণে ৭মী

গাধায় খায় পাকা কলা > কর্তায় ৭মী

গত বিষয়ের জন্য শোক করিও না > কর্মে শূন্য 

গাছ থেকে পাতা পড়ে > অপাদানে শূন্য 

গল্পটা সবাই জানে > কর্মে শূন্য 

গৌরবিকে এখানে নিয়ে আসে মুকুন্দ > কর্মে ২য়া

গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল > করণে ৭মী

গফুরের বুকে শেল বিঁধিল > অধিকরণে ৭মী

গাছের শিকড় প্রচুর জল টেনে নিতে পারে > কর্মে শূন্য 

গৌরবি তাড়াতাড়ি হাঁটতে পারে না > কর্তৃকারকে শূন্য 

গৌরবির ভেতরটা ভয়ে শুকিয়ে গেল > অপাদানে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

ঘোড়াকে চাবুক মার > করণে শূন্য 

ঘোড়ায় গাড়ি টানে > কর্তায় ৭মী

ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে > অধিকরণে ৭মী, কর্তায় শূন্য 

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল > অধিকরণে ৭মী

ঘরে যাই বেলা বয়ে গেল > অধিকরণে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে > কর্মল ৭মী

চেষ্টায় সব হয় > করণে ৭মী

চোখ দিয়া পানি পড়ে > অপাদানে শূন্য 

চোরে না শুনে ধর্মের কাহিনী > কর্তায় ৭মী

চণ্ডীদাসে কয় শুন পরিচয় > কর্তায় ৭মী

চিন্তা রোগের ওষুধ নেই > কর্মে শূন্য 

চোর ধৃত হয়েছে > কর্মে শূন্য 

চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ সেথা শির > কর্মে শূন্য 

চাঁদ বুঝি তা জানে > কর্তায় শূন্য 

চাহি না করিতে বাদ–প্রতিবাদ > কর্মে শূন্য 

চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ > কর্মকারকে শূন্য 

চতুর্দিক অতি গাঢ় কুজ্ঝটিকায় ব্যাপ্ত হইয়াছে > করণে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -
 
ছাত্ররা বল খেলে > করণে শূন্য 

ছাত্ররা ক্রিকেট খেলে > কর্মে শূন্য 

ছাগলে কি না খায় > কর্তায় ৭মী

ছাদে পানি পড়ে > অপাদানে ৭মী (ছাদ থেকে) 

ছাদে বৃষ্টি পড়ে > অধিকরণে ৭মী (ছাদেতে)

ছেলেটি অঙ্কে কাঁচা > অধিকরণে ৭মী

ছায়ায় বস > অধিকরণে ৭মী

ছিলাম নিশিদিন আশাহীন প্রবাসী > অধিকরণে শূন্য 

ছোটো ছোটো তরঙ্গগুলি তীর ভূমিতে আছড়াইয়া > অধিকরণে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

জিজ্ঞাসিব জনে জনে > কর্মে ৭মী

জল পড়ে পাতা নড়ে > কর্মে শূন্য 

জলে বাষ্প হয় > অপাদানে ৭মী

জলে কুমীর থাকে > অধিকরণে ৭মী

জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল > কর্মে শূন্য 

জগতে কীর্তিমান হওয়া যায় সাধনায় > অধিকরণে ৭মী, করণে ৭মী

জটাতে তাপস চিনি > করণে ৭মী, কর্মে শূন্য 

জলকে চল > নিমিত্তার্থে ৪র্থী 

জ্যোৎস্নাতে আলোকিত এই রাত্রি > করণে ৭মী

জাহাজে সাগর পার হওয়া যায় > করণে ৭মী

জনম তব কোন মহাকূলে? > অধিকরণে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

ঝিকে মেরে বৌকে শিখানো > কর্মে ২য়া


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

টানে এক আঁকে বক > করণে ৭মী

টাকায় বাঘের দুধ মেলে > করণে ৭মী

টাকায় কিনা হয় > করণে ৭মী

ট্রেন ঢাকা ছাড়ল > অপাদানে শূন্য 

ট্রেন ঢাকা পৌঁছল > অধিকরণে শূন্য 

টাকায় টাকা হয় > অপাদানে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে > করণে শূন্য 

ডাক্তার ডাক > কর্মে শূন্য 

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

তাহাতেও মনটাকে উদাস করিয়া দিত > কর্মে ২য়া

তাহার ঘরের দক্ষিণ প্রান্তে একটা সোফা ছিল >  অধিকরণে ৭মী

তোমার অভীষ্ট সিদ্ধ হইবে > কর্মে শূন্য 

তবু ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে > কর্তৃকারকে শূন্য 

তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে > কর্তৃকারকে শূন্য 

তুমি সন্ধ্যাকাশের তারার মত > অধিকরণে ৬ষ্ঠী

তোমায় কেন দেই নি আমার সকল শূন্য করে > সম্প্রদানে ৭মী

তাকে হাতে না মারলেও ভাতে মারব > করণে ৭মী

তোমার মহিমা জ্বলন্ত অক্ষরে লেখা > করণে ৭মী

ত্যাগে তিনি নিরহঙ্কার > অধিকরণে ৭মী

তর্কে বিরত হও > অপাদানে ৭মী

তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি > সম্প্রদানে ৬ষ্ঠী

তার চোখ দিয়ে জল পড়ে > অপাদানে ৩য়া

তোমাদ্বারা একাজ হইবে না সাধন > কর্তায় ৩য়া

তোমার দেখা পেলাম না > কর্মে ৬ষ্ঠী

তাকে বল > কর্মে ২য়া

তিলে তৈল হয় > অপাদানে ৭মী

তিলে তেল আছে > অধিকরণে ৭মী

তিনি ব্যাকরণে পণ্ডিত > অধিকরণে ৭মী

তিনি শুক্রবারে আসবেন > অধিকরণে ৭মী

তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে > করণে ৭মী

তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে > করণে শূন্য 

তখন সবেমাত্র শহরে জলের কল হইয়াছে > অধিকরণে ৭মী

তাহার খেলা মাটি হইয়া যায় > কর্মে শূন্য 

তাই লিখি দিল বিশ্ব নিখিল > কর্মে শূন্য 

তুমি কাকাকে বারণ করে দাও > কর্মে শূন্য 

তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন > অধিকরণে ৭মী

লক্ষ্মীছাড়া শিমুলগাছটির বড়ো বাড় বেড়েছে > কর্তৃকারকে ৬ষ্ঠী

তার কসুর তুমি যেন কখনো মাপ কোরো না > কর্মে শূন্য 

তখন আমেরিকায় লস অ্যাঞ্জেলস ধোয়াশায় আচ্ছন্ন হয়ে যায় > অধিকরণে শূন্য  / করণে ৭মী

তোমাকে ফাঁকি দিব না > কর্মে ২য়া

তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটী ফিরিতেছিলেন > অধিকরণে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

থানায় এজাহার দাও > অধিকরণে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

দান করয়ে জনেজনে > কর্মে ৭মী

দেখে যেন মনে হয় চিনি উহারে > কর্মে শূন্য 

দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কীসের? > অধিকরণে ৭মী

দাসত্ব চিত্তকে সংকীর্ণ করে > কর্মে ২য়া

দরিদ্র ধনীকে ঈর্ষা করে > কর্মে ২য়া

দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা > অধিকরণে ৭মী

দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে > সম্প্রদানে ৬ষ্ঠী

দুয়ারে দাঁড়ায়ে ভিক্ষুক > অধিকরণে ৭মী

দীনে দয়া কর > সম্প্রদানে ৭মী

দরিদ্রকে ধন দাও > নিমিত্তার্থে ৪র্থী

দিব তোমা শ্রদ্ধাভক্তি > সম্প্রদানে শূন্য 

দুধে ছানা হয় > অপাদানে ৭মী

দেশের জন্য প্রাণ দাও > সম্প্রদানে ৪র্থী

দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে > কর্মে শূন্য, অধিকরণে ৭মী

দেশ থেকে পঙ্গপাল চলে গেছে > অপাদানে ৫মী

দাদি যে তোমার কত খুশী হত > কর্তৃকারকে শূন্য 

দুটি পাকাফল লভিল ভূতল > কর্তৃকারকে শূন্য 

দৈন্যের দায়ে বেচিব সে মায়ে > কর্মে ৭মী

দুটো চিতা বাঘ তো ওদের গা ঘেসে ছুটে পালাল > কর্তৃকারকে শূন্য 

দুজনেই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল > কর্তৃকারকে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

ধন হইতে সুখ হয়না > অপাদানে ৫মী

ধৈর্য ধর, বাঁধ বুক > কর্মে শূন্য, কর্মে শূন্য

ধর্মের কল বাতাসে নড়ে > করণে ৭মী

ধর্ম হতে বিচলিত হয়ো না > অপাদানে ৫মী

ধোপাকে কাপড় দাও > কর্মে ২য়া

ধানেতে তৈরি হয় মুড়ি চিড়া খই > অপাদানে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

নদীতে এখন জোয়ার আসিবে > অধিকরণে ৭মী

নতুন ধান্যে হবে নবান্ন >  করণে ৭মী

নিন্দবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান > অধিকরণে ৭মী

নদীকে জিজ্ঞাসা করিতাম > কর্মে ২য়া

নন্দাদেবী মস্তকে উজ্জ্বল মুকুট পরাইয়া দিয়াছে > অধিকরণে ৭মী

নগরের নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা > নিমিত্তার্থে ৭মী

না মরে পাষাণ বাপ দিলা হেন বরে > কর্মে ৭মী

নাইবা তুমি এলে > কর্তায় শূন্য 

নিজের চেষ্টায় বড় হও > করণে ৭মী

নিজ গৃহ পথ তাত দেখাও তস্করে > কর্মে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

প্রভাতে উঠিল রবি লোহিত বরণ > অধিকরণে ৭মী

পাইলটে কালি ধরে বেশি > অধিকরণে ৭মী

পরাজয়ে ডরে না বীর > অপাদানে ৭মী

পাপে বিরত হও > অপাদানে ৭মী

পাগলে কি না বলে ছাগলে কি না খায় > কর্তদয় শূন্য 

পুরাতনে শ্রদ্ধা রাখ > অধিকরণে ৭মী

পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি > কর্তৃকারকে শূন্য 

পরিষদ দলে বলে তার শতগুণ > কর্তৃকারকে শূন্য 

পেলে দুই বিঘে প্রস্থেদিঘে সমান হইবে টানা > করণে ৭মী

পরদোষে কে চাহে মজিতে? > করণে ৭মী

পাখি সব করে রব রাতি পোহাইল > কর্তায় শূন্য 

পুলিশে খবর দাও > কর্মে ৭মী

পুলিশ ডাক > কর্মে শূন্য 

পুলিশ চোর ধরেছে > কর্তায় শূন্য 

পাহাড় নড়ায় সাধ্য কার? > কর্মে শূন্য 

পাতায় পাতায় পড়ে নিশির শিশির > অধিকরণে ৭মী

পরীক্ষা আসিলে তাই চোখে জল ঝরে > অপাদানে ৭মী

প্রাসাদ হইতে তাহাকে ডাকিলাম > অধিকরণে ৫মী

পরের মুখে শেখা বুলি > অপাদানে ৫মী

পাপীকে ধীক > কর্মে ২য়া

পাপী পশুর অধম > অপাদানে ৬ষ্ঠী

পাছে লোকে কিছু বলে > কর্তায় ৭মী

পারুল বনের চম্পারে মোর হয় জানা > কর্মে ২য়া

পণ্ডিতে পণ্ডিতে লড়াই চলে > কর্তায় ৭মী

প্রাণপণে চেষ্টা কর > কর্মে শূন্য 

প্রিয়জনে যাহা দিতে চাই তাই দিই দেবতারে > কর্মে ৭মী, সম্প্রদানে ৬ষ্ঠী

প্রশংসাতে হয় গো কাবু > করণে ৭মী

প্রতিবেশীরা একে একে স্নান করিতে আসিতেছে > কর্তৃকারকে ২য়া

প্রভাতে আসিয়া উপস্থিত হইতাম > অধিকরণে ৭মী

প্রাণের ভয়ে ছুটছে > অপাদানে ৭মী

পুলিশের লোক তাকে গোহাটায় বেচে ফেলবে > অধিকরণে ৭মী

প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়াছে > করণে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয় > কর্তায় ৩য়া

ফলে বৃক্ষের পরিচয় > করণে ৭মী

ফুলে ফুলে সাজিয়েছে ঘর > করণে ৭মী

ফুলে ফুলে ঘর ভরেছে > করণে ৭মী

ফুলদল দিয়া কাটিল কি বিধাতা শাল্মালী তরুবরে > কর্মে ৭মী

ফলে না বৃক্ষে সুমধুর ফল > অধিকরণে ৭মী

ফুটেছে বাগানে আজ অজস্র গোলাপ > অধিকরণে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

বিনা জ্বালে ভাত হয় না > করণে ৭মী

বাড়ী থেকে নদী দেখা যায় > অধিকরণে ৫মী

বাবা বাড়ী নেই > অধিকরণে শূন্য 

বাবাকে বড্ড ভয় পাই > অপাদানে ২য়া

বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাসে > কর্তায় ৭মী

বাঘে মহিষে এক ঘাটে পানি খায় > কর্তায় ৭মী

বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে > কর্তায় ৭মী 

বিপদে আমি না যেন করি ভয় > কর্মে ৭মী

বিপদে অধীর হইও না > অধিকরণে ৭মী

বিপদে মোরে রক্ষা কর > অপাদানে ৭মী

বসন্তে কোকিল ডাকে > অধিকরণে ৭মী

বনে বাঘ থাকে > অধিকরণে ৭মী

বেলা যে পড়ে এল জলকে চল > নিমিত্তার্থে ৪র্থী

বাজিল কাহার বীণা > কর্মে শূন্য 

বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে > অধিকরণে ৭মী

বড় হও নিজের চেষ্টায় > করণে ৭মী

বসিরকে যেতে হবে > কর্তায় ২য়া

বোঁটা আলগা ফল গাছে থাকে না > অধিকরণে ৭মী

বিজ্ঞানীরা তা ক্রমশ বুঝতে পারছিলেন > কর্তৃকারকে শূন্য 

বলাইকে লোভ দেখালুম > কর্মে ২য়া

বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল > সম্বন্ধ পদ (কারক নয়)

বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল > কর্মে ২য়া / অধিকরণে ৫মী

ব্যবহারেই ইতরভদ্র চেনা যায় > করণে ৭মী

বাজনা বাজে > কর্মে শূন্য 

বিশ্বাস বুদ্ধিকে হার মানায় > কর্মে ২য়া

বিমান থেকে বোমা ফেলা হয়েছে > অপাদানে ৩য়া; কর্মে শূন্য

বারিবিন্দুগণের বিশ্রাম নাই > কর্তৃকারকে ৬ষ্ঠী

বলাই মনে মনে উত্তর করে > কর্তৃকারকে শূন্য 

বলাই কি যে পাগলের মতো বকিস > সম্বোধন পদ (কারক নয়) 

বলাই অনেকদিন থেকে বুঝতে পেরেছিল > কর্তৃকারকে শূন্য 

বাংলার মুখ আমি দেখিয়াছি > কর্মে শূন্য 

বিষের জ্বালায় বিশ্বজুড়ে > করণকারকে ৭মী

বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মত কেঁদেছিল পায় > কর্তায় শূন্য 

বুঝেছ উপেনজমি লইব কিনে > উপেন = সম্বন্ধ পদ, জমি = কর্মকারকে ৭মী

বুঝিলেন নাবিকদিগের দিগভ্রম হইয়াছে > কর্মে শূন্য 

বৃদ্ধ ক্রুদ্ধ হইয়া মাঝিকে তিরস্কার করিতে লাগিল > কর্মে ২য়া

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

ভিক্ষুককে ভিক্ষা দাও > সম্পদানে ৪র্থী

ভিক্ষা দাও দুয়ারে দাঁড়ায়ে ভিক্ষুক > সম্প্রদানে শূন্য 

ভূতকে আবার কিসের ভয় >  অপাদানে ২য়া 

ভয়কি মরণে > অপাদানে ৭মী

ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে > করণে ৭মী

ভাসছে যেন আলগা স্রোতে > করণে ৭মী

ভোরে সূর্য ওঠে > অধিকরণে ৭মী

ভাসছে যেন আলগা স্রোতে > করণে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

মনেতে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না > অধিকরণে ৭মী

মৃতজনে দেহ প্রাণ > সম্প্রদানে ৭মী

মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন > করণে ৩য়া

মানুষ ভাবে এক হয় আরেক > কর্তায় শূন্য 

মানুষের সৃষ্ট সভ্যতা যেন পৃথিবীকে না গ্রাস করে > কর্মে ২য়া

মাঝরাত্রে শংকরের ঘুম ভেঙে গেল > অধিকরণে ৭মী

মেটে আলুটা নিয়ে যা > কর্মেকারকে শূন্য 

মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে > করণকারকে ৭মী

মশা মারতে কামান দাগা > কর্মে শূন্য 

মানুষকে মানুষ হতে ভয় > কর্তায় ২য়া; কর্মে শূন্য 

মীরা বাগানে ফুল তুলছে > কর্মে শূন্য 

মিথ্যারে করো না উপাসনা > কর্মে ২য়া

মহামন্ত্রবলে যথা নম্রলির ফণী > করণকারকে ৭মী

মজাইলা এ কনকলঙ্কা রাজা > কর্মে শূন্য 

মোরে ভগবান রাখিবে না মোর গর্ভে > কর্তায় শূন্য 

মাতালদের ওই ভাঁটিশালায় নটিনী আজ বীণপাণি > অধিকরণ কারকে ৭মী

মাটিরে আমি যে বড়ো ভালোবাসি > কর্মে ২য়া 

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় > অপাদানে ৬ষ্ঠী

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে > কর্মে শূন্য 

যদি করি বিষপান তথাপি না যায় প্রাণ > কর্মে শূন্য 

যেদিন ঘাসিঘোড়া ঘাস কাটতে আসে > কর্তৃকারকে শূন্য

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  - - - - -

রাতে মশা দিনে মাছি, এই নিয়ে ঢাকায় আছি > অধিকরণে ৭মী

রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী > অধিকরণে ৭মী

রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি > রাজার = সম্বন্ধ পদ; হস্ত = কর্তায় শূন্য 

রাজা ক্ষণকাল রহিলা মৌনভাবে > কর্তায় শূন্য 

রাজায় রাজায় লড়াই উলুখাগড়ায় প্রাণান্ত > কর্তায় ৭মী

রাখাল গরুর পাল নিয়ে বাড়ী ফিরে > কর্তায় শূন্য 

রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি > কর্তায় শূন্য 

রাতে তারা দেখা যায় > অধিকরণে ৭মী

রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন > কর্মে শূন্য 

রবীন্দ্রনাথ পড়লাম > কর্মে শূন্য 

রামের ভাই গান গায় > সম্বন্ধে ৬ষ্ঠী

রেখ মা দাসেরে মনে > কর্মে ২য়া 

রতনে রতন চিনে > কর্তায় ৭মী 

রাকিব অঙ্কে কাঁচা, কিন্তু ব্যাকরণে ভাল > অধিকরণে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

লাঙল দিয়ে জমি চাষ করা হয় > করণে ৩য়া 

লাঙলে জমি চাষ করা হয় > করণে ৭মী

লোভে পাপ পাপে মৃত্যু > অপাদানে ৭মী

লোকটি কানে খাটো > করণে ৭মী 

লোকটা জাতিতে বৈষ্ণব > করণে ৭মী

লোকমুখে এ কথা শোনা যায় > অপাদানে ৭মী

লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জি আহবে > করণে ৭মী

লোকালয়ে মানুষের মধ্যে আমরা পেয়ে থাকি > অধিকরণে ৭মী

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে > অধিকরণে ৭মী

শরতে ধরাতল শিশিরে ঝলমল > করণে ৭মী

শিকাড়ি বিড়াল গোফে চেনা যায় > করণে ৭মী 

শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয় > কর্তায় শূন্য 

শাক দিয়ে মাছ ঢেকো না > করণে ৩য়া

শিক্ষককে শ্রদ্ধা কর > সম্প্রদাণে ৪র্থী

শ্রম বিনা ধন লাভ হয় না > করণে শূন্য 

শুধু বৈকুণ্ঠের তরে তহে বৈষ্ণবের গান > সম্প্রদানে ৬ষ্ঠী

শংকরের টর্চের আলোয় সেটা থতোমতো খেয়ে > করণকারকে ৭মী

শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস > কর্তায় শূন্য 

শুধু বিঘে দুই ছিল মোর ভূই > কর্মে শূন্য 

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

সে গায়েই ছিল > অধিকরণে ৭মী

সে আমাকে সবকিছু বলেছিল > কর্মে ২য়া

সকালে বেশ স্পষ্ট দেখা গেল > অধিকরণে ৭মী

সারাদিন সমানভাবে অগ্নহলীল চলিল > অধিকরণে শূন্য 

সেই শোকে দাদার খেয়াল গেল > কর্তায় ৬ষ্ঠী

সর্বাঙ্গ দংশিল মোর নাগ নাগবালা > কর্মে শূন্য 

 সর্বছাত্রে জ্ঞান দেন শিক্ষকগণ > সম্প্রদানে ৭মী

সমিতিতে চাঁদা দাও > সম্প্রদানে ৭মী

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু > নিমিত্তার্থে ৬ষ্ঠী

সরোবরে পদ্মা ফোটে > অধিকরণে ৭মী

সমুদ্রে লবণ আছে > অধিকরণে ৭মী

সাধনায় সিদ্ধ লাভ হয় > করণে ৭মী

সাদা মেঘে বৃষ্টি হয় না > অপাদানে ৭মী

সৌন্দর্য্যে কার না রুচি আছে > অধিকরণে ৭মী

সব ঝিনুকো মুক্তা পাওয়া যায় না > অপাদানে ৭মী

সারারাত বৃষ্টি ছিল > অধিকরণে শূন্য 

সর্বজনে দয়া কর > সম্প্রদানে ৭মী

সবাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা > অধিকরণে ৭মী

স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় > কর্তায় শূন্য 

সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় >  অধিকরণে ৭মী (ভাবে ৭মী)

সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন > অপাদানে শূন্য 

সকলকে মরিতে হইবে > কর্তায় ২য়া

সরিষা হইতে তৈল হয় > অপাদানে ৫মী

সোজা পথে চল না কেন? > করণে ৭মী

সর্বভূতে ধন দাও > সম্প্রদানে ৭মী

সমুদ্র দেখিব বড় সাধ ছিল > কর্মে শূন্য 

সেই জন্য বিশ্বপ্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিলাম > কর্মে ২য়া

সচকিতে বীরবল দেখিলা সম্মুখে > কর্তায় শূন্য 

সপ্তপুরুষ যেথায় মানুষ >  কর্তায় শূন্য 

সন্ন্যাসীবেশে ফিরি দেশে দেশে > অপাদানে ৭মী 

সহসা বাতাস ফেলি গেল শ্বাস > কর্তায় শূন্য 

স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে > কর্মে ২য়া / অধিকরণে ৭মী

সেটাকে কেউ পাগলামী মনে করে > কর্মে শূন্য 

সমস্তই নিষ্ঠুর নিড়ানি দিয়ে নিড়িয়ে ফেলা হয় >  করণে ৩য়া 

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  -  - - - -

হারি জিতি নাহি লাজ > কর্মে শূন্য 

হেমলক গাছের জঙ্গল দাবানলে ও প্রস্তর বর্ষণল সম্পূর্ণ নষ্ট হয়ে গেল > করণে ৭মী

হৃদয় আমার নাচেরে আজিকে > অধিকরণে ২য়া

হালে যেমন তেমন মইয়ে তুফান > অধিকরণে ৭মী


Download PDF

Related Links

1 Comments

Post a Comment
Previous Post Next Post