৬ষ্ঠ শ্রেণি : অ্যাসাইনমেন্ট : গার্হস্থ্য বিজ্ঞান : ৩য় সপ্তাহ : ২০২১

History 📡 Page Views
Published
31-Mar-2021 | 06:34 PM
Total View
792
Last Updated
26-May-2021 | 10:35 AM
Today View
0
৬ষ্ঠ শ্রেণি : এ্যাসাইনমেন্ট : গার্হস্থ্য বিজ্ঞান : ৩য় সপ্তাহ

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম :
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ - ১
 
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
১। তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।
২। নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর।
শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম

গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম

সম্পাদিত কাজ

আনুষ্ঠানিক স্থান

 

 

 

 

অনানুষ্ঠানিক স্থান

 

 

 

 

কাজের স্থান

 

 

 

 


৬ষ্ঠ শ্রেণির ৩য় সাপ্তাহের অ্যাসাইনমেন্ট-এর গার্হস্থ্য বিজ্ঞান প্রশ্ন দেয়া হলো :
৬ষ্ঠ শ্রেণি : অ্যাসাইনমেন্ট : গার্হস্থ্য বিজ্ঞান : ৩য় সপ্তাহ : ২০২১

নমুনা সমাধান

[১]
গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম
  • কক্ষ / রুম
  • বারান্দা
  • ছাদ
  • আঙ্গিনা / উঠান
[২]
নিম্নে ছকে কাজগুলো সাজানো হলো :

গৃহের অভ্যন্তরীণ স্থান বিন্যাস

গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম

সম্পাদিত কাজ

আনুষ্ঠানিক কাজ

ড্রইং রুম

এ কক্ষে সাধারণত অতিথি আপ্যায়ন করা হয়। পরিবারের সকল সদস্যই তখন ঘরটির গুছানোর কাজে সাধারণত ব্যস্ত থাকে।

খাওয়ার ঘর

এ ঘরে সাধারণত খাবারের আয়োজন করা হয়। যা মায়ের পাশাপাশি সমবয়সী চাচী, ফুফু এরা সাহায্য করে থাকে।

অনানুষ্ঠানিক কাজ

শোবার ঘর

এ কক্ষে সাধারণত সকলে বিশ্রম নিয়ে থাকে তবে তা গুছানোর দায়িত্ব থাকে আমার পরিবারের স্কুল পড়ুয়া সদস্যদের উপর।

পড়ার ঘর

এখানে সাধারণত নিজ পাঠ্যদানে ব্যস্ত থাকি আমরা, তবে বাবা সবচেয়ে বেশি এ ঘরটি গুছাতে, পরিষ্কার করতে পছন্দ করে।

কাজের স্থান

রান্না ঘর

এ ঘরে সারাদিনের খাওয়ার পাকের আয়োজন চলে। অধিক সময় মা, বাবা, আপুকে এ ঘরের কাজে দেখা যায়।

বাথরুম

এ জায়গাটি পরিষ্কার সাধারণত বাবা ও মা করেন।



আরো দেখুন :
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)