৬ষ্ঠ শ্রেণি : অ্যাসাইনমেন্ট : গার্হস্থ্য বিজ্ঞান : ৩য় সপ্তাহ : ২০২১
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 31-Mar-2021 | 06:34 PM |
Total View 792 |
|
Last Updated 26-May-2021 | 10:35 AM |
Today View 0 |
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম :
২। নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর।
শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম
|
গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস |
গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম |
সম্পাদিত কাজ |
|
আনুষ্ঠানিক স্থান |
|
|
|
|
|
|
|
অনানুষ্ঠানিক স্থান |
|
|
|
|
|
|
|
কাজের স্থান |
|
|
|
|
|
- কক্ষ / রুম
- বারান্দা
- ছাদ
- আঙ্গিনা / উঠান
|
গৃহের
অভ্যন্তরীণ স্থান বিন্যাস |
গৃহের
অভ্যন্তরীণ স্থানের নাম |
সম্পাদিত
কাজ |
|
আনুষ্ঠানিক কাজ |
ড্রইং রুম |
এ কক্ষে সাধারণত অতিথি আপ্যায়ন করা
হয়। পরিবারের সকল সদস্যই তখন ঘরটির গুছানোর কাজে সাধারণত ব্যস্ত থাকে। |
|
খাওয়ার ঘর |
এ ঘরে সাধারণত খাবারের আয়োজন করা হয়।
যা মায়ের পাশাপাশি সমবয়সী চাচী, ফুফু এরা সাহায্য করে থাকে। |
|
|
অনানুষ্ঠানিক কাজ |
শোবার ঘর |
এ কক্ষে সাধারণত সকলে বিশ্রম নিয়ে থাকে
তবে তা গুছানোর দায়িত্ব থাকে আমার পরিবারের স্কুল পড়ুয়া সদস্যদের উপর। |
|
পড়ার ঘর |
এখানে সাধারণত নিজ পাঠ্যদানে ব্যস্ত
থাকি আমরা, তবে বাবা সবচেয়ে বেশি এ ঘরটি গুছাতে, পরিষ্কার করতে পছন্দ করে। |
|
|
কাজের স্থান |
রান্না ঘর |
এ ঘরে সারাদিনের খাওয়ার পাকের আয়োজন
চলে। অধিক সময় মা, বাবা, আপুকে এ ঘরের কাজে দেখা যায়। |
|
বাথরুম |
এ জায়গাটি পরিষ্কার সাধারণত বাবা ও
মা করেন। |
আরো দেখুন :

Leave a Comment (Text or Voice)
Comments (0)