আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য আবেদন

History 📡 Page Views
Published
19-Jan-2021 | 06:27 PM
Total View
15.7K
Last Updated
10-Jun-2022 | 03:21 PM
Today View
0
তোমার এলাকায় আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌর মেয়র / ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা দরখাস্ত লেখো। 

বা, মনে করো, তুমি দিনাজপুর জেলার বালুবাড়ী মহল্লার বাসিন্দা স্বপন। আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা মেয়রের কাছে একখানা আবেদন পত্র লেখো। 


১৬ই অক্টোবর, ২০২১

বরাবর
মেয়র
খুলনা কর্পোরেশন
খুলনা

বিষয় : আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা খুলনা সিটি কর্পোরেশনের নতুন রাস্তা এলাকার অধিবাসী। এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ। বর্তমানে এ এলাকায় সরবরাহকৃত পানিতে আর্সেনিকের সন্ধান পাওয়া গেছে। ফলে এলাকায় পানীয় জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। অনেক সাধারণ মানুষ আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে স্বাস্থ্যগত সমস্যায় পড়ছে। সরবরাহকৃত পানি ছাড়া এলাকায় বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জনগণের সমস্যা দিন দিন তীব্র হচ্ছে। 

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, আমাদের এলাকার অসুবিধার কথা বিবেচনা করে আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের ব্যবস্থা করে বাধিত করবেন। 

নিবেদক

শহীদুল ইসলাম
নতুন রাস্তা পক্ষে
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 23-Apr-2022 | 02:16:53 PM

এই আবেদন পত্র টা অনেক
ভালো লেখক এর জন্য শুভেচ্ছা রইল