মার্চের দিনগুলি

পরীক্ষায় কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুকে চিঠি

পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য তোমার বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখো। 

বা, তোমার কোনো বন্ধু মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখো। 

বা, মনে করো তোমার নাম মুনিম, তুমি পটুয়াখালী জেলার বাউফল থানায় বসবাস করো, তোমার বন্ধু সিয়াম মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাকে অভিন্দন জানিয়ে একটি পত্র লেখো। 

বা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় গৌরবজনক কৃতিত্বের অধিকারী বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখো। 


বাউফল, পটুয়াখালী
২২শে জুলাই, ২০২০

প্রিয়বরেষু সিয়াম
তোমাকে আমার প্রাণঢালা শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। আশা করছি তোমার আব্বা-আম্মা ও ভাইবোনকে নিয়ে ভালো আছ। 

আজ ‘দৈনিক জনকণ্ঠে’ তোমার ছবিসহ কৃতিত্বপূর্ণ ফলাফলের খবর জানতে পারার পর থেকেই দারুণ গৌরব বোধ করছি, আর উত্তেজনায় আমার হৃদয়জুড়ে উল্লাস আন্দোলিত হচ্ছে। কুমিল্লা বোর্ডের আড়াই লক্ষ ছাত্রছাত্রীর যে অল্প কিছু ছাত্রছাত্রী জিপিএ-৫ পেয়েছে তার মধ্যে তুমি একজন। তোমার এ সোনালি সাফল্য আমাকে আশাতিরিক্ত আনন্দের বন্যায় আপ্লুত করেছে। এ গৌরবোজ্জ্বল ফলাফলের জন্য তোমাকে আমার আন্তরিক অভিনন্দন! তবে সচেতন থাকবে আনন্দের আতিশয্যে তোমার ধারাবাহিক অধ্যবসায় যে বিঘ্নিত না হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়েও তোমার কাছ থেকে অনুরূপ ফলাফল আশা করি। 

আশা করি তুমি নিঃসন্দেহে জাতির ভবিষ্যৎ কর্ণধারদের একজন হবে। তুমি তোমার জ্ঞানের ঐশ্বর্যে জাতিকে মহিমান্বিত করবে, এ আমার দৃঢ় বিশ্বাস। শিক্ষা এবং জ্ঞানচর্চার ধারা তোমার মধ্যে অব্যাহত থাকুক- এ আমার একান্ত কামনা। 

তোমার আব্বা-আম্মাকে আমার ভক্তিপূর্ণ সালাম জানাবে। তোমার উত্তরের প্রত্যাশায় রইলাম। 

ইতি-
তোমার প্রীতিমুগ্ধ
মুনিম

1 Comments

  1. খুব ভালো লিখেছেন আমি আপনার পেজের থেকে সব লিখা নিতে চাই কি ভাবে নিব

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post