কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুকে পত্র লেখো
কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র
লেখো।
বা, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার
বন্ধুর নিকট একখানা পত্র লেখো।
মতলব, চাঁদপুর
২০শে আগস্ট, ২০২০
প্রিয় শিমুল,
প্রীতি ও ভালোবাসা নিও। আশা করি, বাবা-মাকে নিয়ে ভালোই আছ। গ্রীষ্মের ছুটিতে
নিশ্চয়ই মনভরে উপভোগ করছ অবকাশের আনন্দ।
তোমাকে একটা সুসংবাদ জানাই। গত মাসে আব্বু আমাকে একটা কম্পিউটার কিনে দিয়েছেন।
এতদিন পড়েছি ‘কম্পিউটার বিজ্ঞানের আশ্চর্য দান’। আসলেই এটা যে কত
বড় আশ্চর্য সৃষ্টি তা বুঝলাম কম্পিউটার ব্যবহার করে। এখন আমার মনে হচ্ছে,
কম্পিউটার শিক্ষা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। কম্পিউটারের ব্যবহার জানা
থাকলে তুমি কম্পিউটারেই লেখালেখি ও নোট তৈরির কাজ করতে পার। ই-মেইলের সাহায্যে
তুমি দ্রুততম সময়ে বিশ্বের যেকোনো জায়গায় চিঠি, তথ্য বা লেখা প্রেরণ করতে পারো।
ওয়েবসাইট থেকে যেকোনো মুহূর্তে যেকোনো বিষয়ে তথ্য নেওয়া যায়। মোটকথা, বিজ্ঞানের
এ যুগে কম্পিউটার মানুষের নিত্যসঙ্গী। এ সঙ্গীকে বাদ দিলে জীবন যেন অসম্পর্ণই
থেকে যায়। তাই আমি মনে করি, কম্পিউটার বিষয়ে তোমারও উচিত মৌলিক শিক্ষা গ্রহণ
করা। পরিবারে হাতের কাছে কম্পিউটারে আমি এক রকম পারদর্শী হয়ে উঠেছি। ভাবছি
ভবিষ্যতে একজন কম্পিউটার প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। আগামী দিনের
পৃথিবী কম্পিউটারকে ছাড়া অকল্পনীয়। তাই বলব, যত তাড়াতাড়ি পারো কম্পিউটার চর্চা
শুরু করো।
ভালো থেকো। তোমার পরিবারের সকলকে সালাম, প্রীতি ও শুভেচ্ছা দেবে।
ইতি-
তোমারই
No comments