Amplification : I woke and found that life was duty

Amplification


I woke and found that life was duty.

আমি  জেগে উঠে দেখলাম জীবনটা কর্তব্যে ভরপুর।


I slept and dreamt that life was beauty.

ঘুমের ঘোরে স্বপ্নে দেখলাম জীবনটা সুন্দর।


Main idea : Work is the essence of life. Work sustains a man on this dreamy world of beauty. 

Amplification : The world is mysterious. It is beautiful and vast. It tempts a man to live. None wants to depart from this world. But it is not easy to sustain living on earth. It is work that helps us to live. Action is life. A little ant is to work hard from morning till evening. We are to work hard in life. We have duty towards our family, society and country. We have duties towards our fellows and other animals. Man can change his fortune by means of hard labour. The present civilization is the outcome of man's incessant work.

Man's birth is under God. But work is under him. He has to work for his livelihood. Success doesn't come automatically. Man has to get success through hard Tabour and work. His dream is to shine in life. For this, he needs work continuously. Man must avoid laziness and must work to sustain life on this beautiful world. 

বঙ্গানুবাদ

মূলভাব : কাজ হলো জীবনের নির্যাস। এই সৌন্দর্যের স্বপ্নিল পৃথিবীতে কাজ একজন মানুষকে ধরে রাখে। 

ভাবসম্প্রসারণ : পৃথিবী রহস্যময়। এটি সুন্দর ও বিশাল। এটি একজন মানুষকে বেঁচে থাকতে প্রলুব্ধ করে। কেউ এই পৃথিবী থেকে প্রস্থান করতে চায় না। কিন্তু পৃথিবীতে জীবিত ধারণ করা সহজ নয়। কাজই আমাদেরকে জীবিত থাকতে সাহায্য করে। কর্মই জীবন। একটি ক্ষুদ্র পিপীলিকাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয় জীবনে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। আমাদের পরিবার, সমাজ ও দেশের প্রতি আমাদের কর্তব্য আছে। আমাদের সঙ্গী ও অন্য প্রাণিদের প্রতি আমাদের কর্তব্য আছে। কঠোর পরিশ্রমের সাহায্যে মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। বর্তমান সভ্যতা মানুষের অবিরাম কাজের ফল। মানুষের জন্ম ঈশ্বরের অধীনে। কিন্তু কাজ তার অধীন। তার জীবিকার জন্য তাকে কাজ করতে হবে। সাফল্য আপনা হতেই আসে না। কঠোর পরিশ্রম ও কাজের মাধ্যমে মানুষকে সাফল্য লাভ করতে হবে। জীবনে তার স্বপ্নকে উজ্জ্বল করতে হয়। এর জন্য তার অবিরাম কাজ করার দরকার। মানুষ অবশ্যই অলসতাকে পরিহার করবে এবং এই সুন্দর পৃথিবীতে জীবনকে ধরে রাখতে অবশ্যই কাজ করবে।
Post a Comment (0)
Previous Post Next Post