Amplification : Procrastination is the thief of time

Amplification


Procrastination is the thief of time.

দীর্ঘসূত্রীরাই সময় নিয়ে নালিশ করে।


Defer not till tomorrow what you can do today.

তুমি যা আজ করতে পার তা আগামীকাল পর্যন্ত মুলতুবি রেখো না।


Don’t put off for tomorrow what you can do today.

তুমি যা আজ করতে পার তা আগামীকালের জন্য স্থগিত রেখো না।


Main idea : Putting off work mars our stamina and ultimately delays our attempt to get success in life.

Amplification : Life is full of duties and responsibilities. Completion of work in time speeds up our attempt to get success in life. But we have a general tendency to stop our put off work and we think to complete it in our smooth time. But this tendency jeopardizes our attempts and stamina to perform work on time. We hope for better days and better opportunities in future. We should remember that every moment of our life on earth has its particular duty. Procrastination, therefore, means overburdening us that is making our tasks heavier and more difficult in future. In this case, we should bear in mind that future may be unfavorable and we may face more difficulties in case of discharging our duties. We may face some untoward situations; then we shall find that the task has become much harder or even impossible. Furthermore, procrastination or putting off work may soon grow into the habit of sluggishness. Thus, we should stop the tendency to delay or put off work; rather we should be alert in doing our work in time.

বঙ্গানুবাদ

মূলভাব : কাজ স্থগিত করায় আমাদের কর্মশক্তিকে নষ্ট করে এবং পরিশেষে জীবনে আমাদের সাফল্য লাভের উদ্যোগকে বিলম্বিত করে।

ভাবসম্প্রসারণ : জীবন কর্তব্য ও দায়িত্বে পরিপূর্ণ। সময়মতো কর্মসম্পাদন জীবনে আমাদের সাফল্য লাভের চেষ্টাকে গতিশীল করে তোলে। কিন্তু কাজকে থামানো ও স্থগিত করা আমাদের সাধারণ প্রবণতা আছে এবং আমরা ভাবি এটি একটি নির্ঝঞ্ঝাট সময়ে সম্পন্ন করা হবে। কিন্তু এই প্রবণতা কাজটি সময়মতো সম্পন্ন করতে আমাদের উদ্যোগ ও কর্মশক্তিকে বিপদগ্রস্ত করে। আমরা ভবিষ্যতে সুদিন ও অধিকতর ভালো সুযোগের আশা করি। আমাদের স্মরণ রাখা উচিত যে পৃথিবীতে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে নির্দিষ্ট কর্তব্য আছে। এই কারণে কালক্ষেপণ অর্থ আমাদের উপর মাত্রাতিরিক্ত ভার চাপানো যা আমাদের কাজকে ভবিষ্যতে অধিকতর ভারী ও কঠিন করে তোলে। এমন অবস্থায় আমাদের স্মরণ রাখা উচিত যে ভবিষ্যৎ অসহায়ক হতে পারে এবং আমরা আমাদের কর্তব্য সম্পাদনের ক্ষেত্রে আরো ঝামেলার সম্মুখীন হতে পারি। আমরা প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে পারি; তখন আমরা দেখতে পাবো যে কাজটি আরো কঠোরতর হয়েছে অথবা এমনকি অসম্ভব হয়েছে। তাছাড়া কালক্ষেপণ অথবা কাজকে ফেলে রাখা শীঘ্রই নিষ্ক্রিয়তার অভ্যাস সৃষ্টি হতে পারে এবং এভাবে ধীরে ধীরে বিনাশ ও ধ্বংসের সম্মুখীন হব। আমাদের উচিত কাজে দেরি করা অথবা ফেলে রাখার মনোভাবকে বন্ধ করা বরং আমাদের উচিত সময়মতো কাজ করতে সতর্ক হওয়া।
Post a Comment (0)
Previous Post Next Post