Amplification : Honesty is the best policy

Amplification


Honesty is the best policy.

সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।


Main Idea : Honesty is embedded like soul within the overall design of a man. Honesty imbibes a man's conscience, ethics and morality. 

Amplification : Honesty is a great virtue of a man. It makes a man great and noble. It is like a touchstone that purifies a man. It purges off a man's inner potentialities. This world is full of good and bad, honest and dishonest. Real and lasting success in life comes from honesty. An honest man is loved and respected by all. He is truthful, brave, frank and candid. He is afraid of none. He is a man of solid personality. This honesty gives a man honour and reputation. Everyone welcomes an honest man with sincere love and admiration. An honest man may face initial troubles but ultimately he is crowned with success by dint of his good manner and honesty. All of our initial difficulties and problems get defeated in the face of honesty and earnestness. Sometimes it is seen that a dishonest man gets success in life. But it is certain that his success is short-lived and transitory. His success and worldly gain may written within the twinkle of an eye. In fact, his success is not based on solid ground. Men dislike him and want to keep aloof from his touch They think his touch contaminated and infectious Therefore, we have to be honest and sincere in our life. We may encounter difficulties but our honesty and good demeanour must lead us to our goal and destination. We have to remember that truthfulness and honesty must win one day. 

বঙ্গানুবাদ

মূলভাব : সততা আত্মার মতো একজন মানুষের সার্বিক রূপরেখার মধ্যে দৃঢ়ভাবে স্থাপিত। সততা একজন মানুষের বিবেক, নৈতিকবল ও নৈতিকতাকে আত্মভূত করে। 

ভাবসম্প্রসারণ : সততা একজন মানুষের মহৎ গুণ। এটি একজন মানুষকে মহান ও উদার করে। এটি একটি পরশপাথরের ন্যায় যা একজন মানুষকে পরিশুদ্ধ করে। এটি একজন মানুষের অন্তনিহিত সম্ভাবনাকে বিশোধিত করে। এই বিশ্ব ভালো ও মন্দ, সৎ ও অসতে পূর্ণ। জীবনে সত্যিকার ও স্থায়ী সাফল্য সততা থেকে আসে। একজন সৎ ব্যক্তিকে সকলে ভালোবাসে ও শ্রদ্ধা করে। তিনি সত্যবাদী, সাহসী, স্পষ্টভাষী ও পক্ষপাতহীন। তিনি কাউকে ভয় পান না। তিনি একজন কঠিন ব্যক্তিত্বের মানুষ। এই সততা একজন মানুষকে সম্মান ও খ্যাতি দান করে। প্রত্যেকে একজন সৎ ব্যক্তিকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধার সাথে সাদরে সম্ভাষণ জানায়। একজন সৎ ব্যক্তি সর্বপ্রথম সমস্যার সম্মুখীন হতে পারেন কিন্তু পরিশেষে তার সদাচরণ ও সততার বলে তিনি সাফল্যে ভূষিত হন। আমাদের সকল প্রারম্ভিত কষ্ট ও সমস্যা সততা ও আন্তরিকতার সম্মুখে পরাজিত হয়। অনেক সময় এটা দেখা যায় যে একজন অসৎ ব্যক্তি জীবনে সাফল্য লাভ করে। কিন্তু এটি নিশ্চিত যে তার সাফল্য স্বল্পায়ু ও ক্ষণস্থায়ী। তার সাফল্য ও বৈশ্বিক লাভ চোখের পলকে লেখা যেতে পারে। বস্তুত তার সাফল্য শক্ত মাটির ওপর ভিত্তি করে নয়। মানুষ তাকে অপছন্দ করে এবং তার সংস্পর্শ থেকে দূরে থাকে। তারা তার সংস্পর্শকে দূষিত ও সংক্রামক হিসেবে মনে করে। অতএব আমাদের জীবনে আমাদেরকে সৎ ও আন্তরিক হতে হবে। আমরা ঝামেলার সম্মুখীন হতে পারি কিন্তু আমাদের সততা ও সদাচরণ অবশ্যই আমাদের অভীষ্ট লক্ষ্য ও গন্তব্যের পথ দেখাবে। আমাদেরকে স্মরণ রাখতে হবে যে সত্যবাদিতা ও সততা একদিন অবশ্যই জয় লাভ করবে।

--- Below Amplification for child ---

Honesty is a good virtue. It is the true conduct of our words, thoughts and actions. It helps us to prosper in life. This is true in every field. An honest person is respected by all.

Honesty is always paying. Moreover, an honest public servant is rewarded by the government. This is true in every walk of life. We should walk along the honest path of life in all circumstances.

Post a Comment (0)
Previous Post Next Post