Amplification : Grasp all, lose all

Amplification


Grasp all, lose all.

অতি লোভে তাঁতি নষ্ট।


Greed is the source of all misfortunes.

লোড সকল দুর্ভাগ্যের উৎস।


All covet, all lost.

অতি লোভে সবই হারাতে হয়।


Main Idea : Greed makes a man unscrupulous. It leads a man to unethical motives. We should avoid tendency to grab everything at a time. 

Amplification : Greed is a sin. It is the source of evil in our life. It leads a man to the path of immorality and ultimate death. So, we have to lead our lives in a temperate manner. We should not be greedy. Greed for money, property, or happiness makes a man depraved. We should not hanker after getting everything at a time. The tendency to get everything at a time makes us irrational and illogical. It leads us to great loss. Man loses his conscience and scruples if he wants to get everything at a time. In that case, he doesn't hesitate to do evil or inhuman deeds. He proceeds to unethical means. He deserts his human qualities. He becomes a debased man. Everyone hates a greedy man. We should have patience in case of gains. We should not become over-greedy. Our life will be crowned with success and heavenly bliss if we can avoid greediness and tendency to grasp everything at a time. 

বঙ্গানুবাদ

মূলভাব : লোভ একজন মানুষকে নীতিজ্ঞান শূন্য করে। এটি একজন মানুষকে অনৈতিক উদ্দেশ্যে চালিত করে। আমাদের উচিত এক এক করে সবকিছু অবৈধভাবে অধিকার করার প্রবণতা পরিত্যাগ করা। 

ভাবসম্প্রসারণ : লোভ একটি পাপ। এটি আমাদের জীবনে একটি মন্দের উৎস। এটি একজন মানুষকে অনৈতিকতার ও পরিশেষে মৃত্যুর পথে চালিত করে। তাই আমাদেরকে পরিমিত ধারায় আমাদের জীবনযাপন করতে হবে। আমাদের লোভী হওয়া উচিত নয়। অর্থ, সম্পত্তি বা সুখের লোভ একজন মানুষকে নীতিভ্রষ্ট করে। আমাদের একবারে সবকিছু পাওয়ার লালসা করা উচিত নয়। একবারে সবকিছু পাওয়ার প্রবণতা আমাদেরকে বিচারশক্তিহীন ও অযৌক্তিক বানায়। এটি আমাদেরকে বিপুল ক্ষতির দিকে চালিত করে। মানুষ যদি সবকিছু একবারে পেতে চায়, তাহলে সে তার বিবেক ও বিবেকের দংশনকে হারিয়ে ফেলে। তেমন অবস্থায় সে মন্দ বা অমানবিক কাজ করতে ইতস্তত করে না। সে অনৈতিক পন্থায় অগ্রসর হয়। সে তার মানবিক গুণাবলি পরিত্যাগ করে। সে একজন অধঃপতিত মানুষে পরিণত হয় প্রত্যেকে একজন লোভী মানুষকে ঘৃণা করে। লাভের ক্ষেত্রে আমাদের ধৈর্যশীল হওয়া উচিত। আমাদের অতিলোভী হওয়া উচিত নয়। যদি আমরা লোভকে পরিত্যাগ করতে পারি এবং সবকিছু একবারে পাওয়ার প্রবণতা ত্যাগ করতে পারি, তাহলে আমাদের জীবন সাফল্যে ও স্বর্গীয় সুখে সুশোভিত হবে।
Post a Comment (0)
Previous Post Next Post