Poem : Nurse’s Song - William Blake

Write down the theme of the following poem (Not more than 50 words)

Nurse’s Song
William Blake

When the voice of children are heard on the green
Add whisperings are in the dale.
The days of my youth rise fresh in my mind.
My face turns green and pale.
Then come home, my children, the sun is gone down
And the dews of night arise
Your spring and your day are wasted in play
And your winter and night in disguise.

যখন সবুজের মাঝে ভেসে আসে শিশুদের কোলাহল
আর উপত্যকায় কূজন,
আমার মনে সতেজ হয়ে যৌবনের দিনগুলো
সবুজ আর বিবর্ণ হয়ে যায় আমার মুখ।
এখন ঘরে এসো বাছারা, সূর্য ডুবছে
রাতের শিশিরগুলো জেগে উঠছে
খেলাধূরায় নষ্ট হয় তোমাদের বসন্ত দিনগুলো
আর শীত ও রাতগুলো ছদ্মবেশে।

The Theme : The pure innocence of the children is depicted well in the poem. The children are represented here as the symbol of innocence and purity and they are altogether free from any sort of anxiety. The pure and simple children live a carefree life of joy and merry-making.

(কবিতাটি শিশুদের নির্মল নিষ্পাপতাকে সুন্দরভাবে চিত্রিত করেছে। এখানে শিশুরা নিষ্পাপতা ও বিশুদ্ধতার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে আর কল প্রকার উদ্বিগ্নতা থেকে তারা পুরোপুরি মুক্ত সহজ-সরলমতি শিশুরা আনন্দ-উল্লাসে ভরা দুঃশ্চিন্তমুক্ত জীবনযাপন করে।)


Post a Comment (0)
Previous Post Next Post