Poem : Under the Greenwood Tree - William Shakespeare

Write down the theme of the following poem (Not more than 50 words)

Under the Greenwood Tree
William Shakespeare (1564 – 1616)

Under the greenwood tree
Who loves to lie with me,
And turn his merry note
Unto the sweet bird’s throat-
Come hither, come hitter, come hitter!
Here shall he see
No enemy
But winter and rough weather.
Who doth ambition shun
And loves to live in the sun.
Seeking the food he eats
And pleased with what he gets-
Come hither, come hither, come hither!
Here shall he see
No enemy
But winter and rough weather.

সবুজ বনের ছায়ায়
কে আমার সাথে শয়ন করতে ভালোবাসে
এবং তার মনোরম কণ্ঠে গাইবে
সুরেলা পাখির মতো
এখানে এসো, এখানে এসো, এখানে এসো!
এখানে সে দেখবেনা
কোনো শত্রু
শীত এবং ঝোড়ো হাওয়া ছাড়া।
কে তার উচ্চাকাঙ্ক্ষা পরিহার করবে
এবং যা পাবে তাই নিয়ে সন্তুষ্ট থাকবে
এখানে এসো, এখানে এসো, এখানে এসো!
এখানে সে দেখবেনা
কোনো শত্রু
শীত এবং ঝড়ো হাওয়া ছাড়া।

The Theme : The poem deals with the ‘supremacy of forest life over city life’. The poet invites pleasure seekers and ambitionless people to leave the city life and come to the forest to live in the lap of nature. The poet suggests that forest life is carefree and free from all sorts of enemy except winter and rough weather.

(কবিতাটি নগর জীবনের চেয়ে বন বা প্রাকৃতিক জীবনের শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোকপাত করে। কবি আনন্দ অন্বেষণকারী এবং উচ্চাকাঙ্ক্ষাবিহীন লোকদেরকে নগর জীবন ত্যাগ করতে বলেন এবং প্রকৃতির কোলে বাস করার আমন্ত্রণ জানান। কবি বলেন যে প্রাকৃতিক জীবন নিরুদ্বিগ্ন এবং শীত ও খারাপ আবহাওয়া ছাড়া আর সকল ধরনের শত্রুমুক্ত।)


Post a Comment (0)
Previous Post Next Post