Poem : To the Evening Star - William Blake

Write down the theme of the following poem (Not more than 50 words)

To the Evening Star
William Blake (1757 – 1827)

Thou fair-haired angel of the evening,
Now, whilst the sun rests on the mountains, light
Thy bright torch of love; thy radiant crown
Put on, and smile upon our evening bed!
Smile on our loves, and while thou drawest the
Blue curtains of the sky, scatter thy silver dew
On every flower that shuts its sweet eyes
In timely sleep. Let thy west wing sleep on
The lake; speak silence with thy glimmering eyes,
And wash the dusk with silver. Soon, full soon,
Dost thou withdraw; then the wolf rages wide,
And the lion glares through the dun forest.
The fleeces of our flocks are covered with
Thy sacred dew; protect with them with thine influence.

ওগো সন্ধ্যার উজ্জ্বল কেশ ধারিণী,
পাহাড়ের, যেখানে সূর্য ঘুমায়, আভা
তুমি ভালোবাসার উজ্জ্বল মশাল, দীপ্তিময় মুকুট
পরিয়াছ, আর হাস আমাদের সান্ধ্য শয্যায়!
অনুগ্রহ কর ভালোবাসায়, যখন টান
আকাশের নীল পর্দা, ছড়াও রূপালি শিশির
সুললিভ অক্ষিমুদিত প্রতিটি ফুলে
সময়োচিত সুপ্তিতে, ঘুমাতে দাও পশ্চিমা পবনকে
সরসীতে, তোমার কোমল চোখ নীরব কথা বলে,
গোধূলিকে ম্লান করাও রূপালি আলোয়। শীঘ্রই, খুব শীঘ্রই,
তুমি বিলীন হবে, তখনই নেকড়ে প্রচণ্ড হিংস্র হবে
এবং তখনই গভীর বনে সিংহের জ্বলজ্বলে চোখ
আমাদের এক ঝাঁকের লোম আবৃত
তোমার পুণ্য শিশিরে; রক্ষা করো তোমারে প্রতিপত্তিতে।

The Theme : In the poem, the poet describes the aspects of the Evening Star, But, actually the Evening Star refers to Venus, the goddess of beauty and love. So, it suggests that every object of the nature has both bright and dark sides, and those who are powerful have the power of protection and destruction. The beautiful Venus can soothe our minds with her beauty as well as she can also protect us from the wild nature of the evil. Thus, the theme of the poem can be the soothing, destructive, and protective power of the powerful persons.

(কবিতায় কবি সন্ধ্যাতারার বৈশিষ্ট্যাবলি বিবৃত করেছেন। তবে, সন্ধ্যাতারা বলতে আসলে ভেনাস তথা সৌন্দর্য্যে ও প্রেমের দেবীকে বুঝায়। তাই এতে বলা হয়েছে যে প্রকৃতির প্রতিটি জিনিসের ভালো ও খারাপ উভয়র দিকই আছে। এবং যে শক্তিশালী তার রক্ষা ও ধ্বংসের ক্ষমতা থাকে। অনিন্দ্য সুন্দর সন্ধ্যাতারা তার সৌন্দর্য্য দিয়ে আমাদের চোখ জুড়াতে পারে। আবার দুষ্টের বন্য স্বভাব থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। এভাবে, কবিতার বিষয়বস্তু হলো ক্ষমতাবান লোকদের সুখকর, ধ্বংসাত্মক ও রক্ষামূলক শক্তি।)


Post a Comment (0)
Previous Post Next Post