Poem : “Hope” is the thing with feathers - Emily Dickinson

Write down the theme of the following poem (Not more than 50 words)

“Hope” is the thing with feathers
Emily Dickinson (1830 – 1886)

“Hope” is the thing with feathers –
That perches in the soul –
And sings the tune without the words –
And never stops – at all –
And sweetest – in the Gale – is heard –
And sings the tune without the words –
And never stops – at all –
And sweetest – in the Gale – is heard –
And sore must be the storm – 
That could abash the little Bird
That kept so many warm –
I’ve heard it in the chilliest land –
And on the strangest Sea –
Yet, never – in Extremity.
It asked a crumb – of me.

আশা হলো পালকযুক্ত সেই বস্তু
যেটি আত্মায় বাঁধে বাসা – 
আর শব্দহীন সুরে গায় –
কখনও থামে না – মোটেই –
আর মধুরতম – মৃদুমন্দ বাতাসে – শোনা যায় –
আর ব্যথা হলে ঝড় – 
যা ছোট্ট পাখিকে বিহ্বল করে
যা রেখেছিল বহু আবেগ
আমি এটি শুনেছিলাম শীতলতম ভূমিতে –
কোনো অজানা সমুদ্রে –
তথাপি, কখনোই, চরম সঙ্কটেও
সামান্য কিছুও চায়নি আমার কাছে।

The Theme : The poem has a symbolic meaning. Here hope is compared to bird. And, this bird that is hope sings continuously in human mind when humans pass through difficult times. Thus hope inspires human beings to live in this world in the face of the most adverse circumstances. So the poem depicts the ever listing and encouraging nature of hope.

(কবিতার একটি প্রতীকি অর্থ আছে। এখানে আশাকে পাখির সাথে তুলনা করা হয়েছে। এবং এই পাখি তথা আশা ক্রমাগত গান করে যায় যখন মানুষ কঠিন সময় অতিবাহিত করে। আশা মানুষকে সবচেয়ে প্রতিকুল অবস্থার মুখেও এ পৃথিবীতে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। তাই কবি আশার চিরস্থায়ী ও অনুপ্রেরণাদায়ী স্বভাবে বিচিত্র করেছেন।)


Post a Comment (0)
Previous Post Next Post