বন্যা কবলিতদের সাহায্যের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদনপত্র

History 📡 Page Views
Published
03-Dec-2021 | 04:29 PM
Total View
14.5K
Last Updated
03-Dec-2021 | 04:29 PM
Today View
0
তোমার এলাকার বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য জেলা প্রশাসকের কাছে একখানা আবেদনপত্র লেখ। 

অথবা, তোমার এলাকার বন্যার্তদের/ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যের আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদন কর। 


২৬.০৭.২০১৮ 
জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। 

বিষয় : বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন। 

জনাব, 
বিগত কয়েকটি বন্যার মতো এবারও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা সর্বনাশা বন্যার করাল গ্রাস থেকে রেহাই পায়নি। এবারের বন্যা বিগত বন্যাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ। অবিরাম বর্ষণের ফলে সম্পূর্ণ থানা আজ বন্যাকবলিত। বহু বাড়িঘর পানিতে ডুবে গেছে। ভেসে গেছে অসহায় কৃষকদের গরুবাছুর এবং তাদের সদ্যতোলা ফসল। উঠতি ফসলের হয়েছে চরম ক্ষতি। হাজার হাজার লোক এখন পানিবন্দি। বিশুদ্ধ খাবার পানির অভাবে দেখা দিয়েছে কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগ। অবিলম্বে খাদ্য, পানীয় জল এবং চিকিৎসার সুব্যবস্থা না করলে দুর্গতদের বাঁচানো সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়বে। অতএব, মহোদয় সমীপে নিবেদন, এ ব্যাপারে আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার মর্জি হয়। 

বিনীত নিবেদক— 
হালিমা বেগম 
এলাকাবাসীর পক্ষে।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (4)

Guest 18-Feb-2024 | 01:52:32 AM

tnk

Guest 21-Jun-2023 | 12:48:54 PM

ভাই অসংখ্য ধন্যবাদ

Guest 30-Nov-2022 | 03:00:51 PM

😍😍😍😍😍😍

Guest 13-Oct-2022 | 02:36:28 AM

ভই অনেক ধন্যবাদ