মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বন্ধুদের মধ্যে সংলাপ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বন্ধুদের মধ্যে একটি সংলাপ তৈরি করো।


সবুজ : আগামীকাল সকাল ৬টার মধ্যে কিন্তু সবাইকে আসতে হবে। অনেক কাজ বাকি আছে, সব ঠিক করতে হবে।

বুলবুল : আমাদের বিজয় রালি সকাল ৭টায়। সবাইকে স্যার থাকতে বলেছে।

সবুজ : সবাই থাকবে। আমাদের প্রায় ৩০টার মতো খেলাধুলার ইভেন্ট। সবাইকে দায়িত্ব নিতে হবে।

নয়ন : সবুজ, তুই কিন্তু সবার দায়িত্ব আর একবার সবাইকে বুঝিয়ে দিবি।

সবুজ : বুঝিয়ে দিয়েছি। বুলবুলের কাজ প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে বাজেটটা নেয়া। দোকানে পতাকা বানাতে দিতে হবে।

বুলবুল : আমি তো আজাদ স্যারের সাথে কথা বলতে যাব।

সবুজ : আজাদ স্যারের কাছে আমি যাব। তুই টাকা নিয়ে পতাকার দোকানে যা।

নয়ন : ঠিক আছে আমরা আজকে যত দ্রুত যাব কাল তত তাড়াতাড়ি আসতে পারব।

সবুজ : তাড়াতাড়ি ঘুমিযে যাবি সবাই। নয়ন, তুই সকালে আসার সময় আমাকে ডেকে নিয়ে আসবি।

নয়ন : ঠিক আছে, চল।
Post a Comment (0)
Previous Post Next Post