হারানো শিশু ও পথচারীর মাঝে একটি সংলাপ

History 📡 Page Views
Published
09-Oct-2021 | 12:05 AM
Total View
968
Last Updated
11-Nov-2021 | 10:38 AM
Today View
0
হারানো শিশু ও পথচারীর মাঝে একটি সংলাপ তৈরি করো।


পথচারী : এই তুমি কাঁদছ কেন?

শিশু : আমি রাস্তা খুঁজে পাচ্ছি না।

পথচারী : আহা! তোমার নাম কী, বাবু?

শিশু : আবির।

পথচারী : তোমার বাবার নাম কী?

শিশু : বাবা।

পথচারী : উঁম... বুঝেছি। আর তোমার মায়ের নাম।

শিশু : আমার মায়ের নাম মা।

পথচারী : তুমি এখানে কী করে এলে?

শিশু : জানি না, আমি মায়ের কাছে যাব [ কান্না শুরু করে দিল ]

রাকিব : কী হইছে?

পথচারী : বাচ্চাটা হারিয়ে গেছে। বাবা-মায়ের নাম বলতে পারছে না। কী করা যায় বলুন তো!

রাকিব : বাড়ির ঠিকানা? এইহানে কেমনে আইলো কিছুই কইতে পারতাছে না?

পথচারী : বলতে পারলে তো কোনো সমস্যা ছিল না।

রাকিব : তাইলে তো দারুণ বিপদ। চলেন ওরে নিয়া থানায় যাই। পুলিশের সাহায্য নিলে হয়তো ঠিকানা পাওয়া যাইব। আর অরে এইহানে রাখাটা ঠিক হইবো না। বিপদ হইতে পারে।

পথচারী : আপনি ঠিকই বলেছেন ভাই। বাবু চলো আমার সাথে, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)