মার্চের দিনগুলি

পিতা বা মাতার কাছে ছেলে বা মেয়ের চিঠি। [ হিন্দু ও মুসলিম রীতি ]

মায়ের কাছে মেয়ের চিঠি। [ মুসলিম রীতি ]


মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১

শ্রদ্ধেয় আম্মাজান,
আমার সালাম জানবেন। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমি নিরাপদে কলেজের ছাত্রীনিবাসে পৌঁছেছি। পথে কোন অসুবিধা হয়নি। এসে দেখলাম সবাই পড়াশুনায় মেতে আছে। কারণ, ইতিমধ্যে বার্ষিক পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। কয়েকদিন বাড়িতে থাকার জন্য পড়াশুনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাতে কোন অসুবিধে নেই। ক্ষতি দ্রুত পুষিয়ে নেব। আপনি পরম দয়াময় আল্লাহতালার কাছে দোয়া করবেন যেন আপনাদের আশা পূরণ করতে পারি।

আমি ভাল আছি। আব্বাকে আমার সালাম জানাবেন। শান্তাকে আমার আদর।

আপনার অতি আদরের
সানজিদা আখতার (রণি)



পিতার নিকট পুত্রের পত্র। [ হিন্দু রীতি ]


মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১

পূজনীয় বাবা,
আমার প্রণাম গ্রহণ করবেন। আপনার আশীর্বাদে গতকাল সকালে নির্বিঘ্নে ঢাকা পৌঁছেছি। পথে কোনরূপ কষ্ট হয়নি।

আগামী পরশু থেকে আমাদের পরীক্ষা আরম্ভ হবে। পরীক্ষার জন্য মোটামুটি প্রস্তুত হলেও একেবারে নিঃশঙ্ক হতে পারছি না। আশীর্বাদ করবেন। পরীক্ষা কেমন হয়, বিস্তারিত জানিয়ে পরে আপনাকে পত্র দেব। মাকে আমার প্রণাম জানাবেন। আশা করি, আপনি ও মা ভাল আছেন। হরিশকে আমার স্নেহাশিস দেবেন।

ইতি—
আপনার স্নেহপ্রার্থী
সুশীল



পিতার নিকট পুত্রের পত্র। [ মুসলিম রীতি ]


মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১

আব্বা,
আমার সালাম নেবেন। আপনার দোয়ায় গতকাল সকালে নির্বিঘ্নে ঢাকা পৌঁছেছি। পথে কোনরূপ কষ্ট হয়নি। আগামী পরশু থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার জন্য মোটামুটি প্রস্তুত হলেও একেবারে নিঃশঙ্ক হতে পারছি না। দোয়া করবেন। পরীক্ষা কেমন হয়, বিস্তারিত জানিয়ে আপনাকে পত্র দেব।

আম্মাকে আমার সালাম দেবেন। আশা করি, আপনি ও আম্মা কুশলে আছেন। হারুনকে আমার স্নেহাশিস দেবেন।

ইতি-
আপনার স্নেহপ্রার্থ
মামুন

Post a Comment (0)
Previous Post Next Post