সাধারণ জ্ঞান : জোশুয়া মার্শম্যান

জোশুয়া মার্শম্যান

জোশুয়া মার্শম্যান কবে জন্মগ্রহণ করেন? — ২০ শে এপ্রিল, ১৭৬০।

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — ওয়স্টবেরিলি, উইলট শায়ার, লন্ডন। 

তাঁর কী কী ভাষায় দক্ষতা ছিল? — ভারতীয় ভাষা ছাড়া গ্রিক, ল্যাটিন, হিব্রু ও সিরিয়াক ইত্যাদি। 

তিনি কোথায় প্রথম কর্মরত ছিলেন? — লন্ডনের পুস্তক ব্যবসায়ীর দোকানে। 

তিনি যাজকতায় দীক্ষিত হন কবে? — ১৭৯১ —এ। 

তিনি কখন মিশনারীর কাজে ভারতে আসেন? — ১৭৯৯ —এ। শ্রীরামপুর মিশনে কাজে নিযুক্ত হন। 

তিনি বাইবেল কোন ভাষায় অনুবাদ করেন? — চিনা ভাষায়।

তিনি কেরিরি সহযোগিতায় কী রচনা করেন? — সংস্কৃত রামায়ণ।

তিনি কোন কোন পত্রিকার প্রধান উদ্যোক্তা ছিলেন? — সাপ্তাহিক 'সমাচার দর্পণ', ফেন্ড অব ইন্ডিয়া, এবং দিগদর্শন পত্রিকার। 

‘দিগদর্শন’ পত্রিকার সম্পাদনা — ‘দিগদর্শন’ (১৮১৮) শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত এবং জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যান কর্তৃক সম্পাদিত। এখানে ছাত্রদের জন্য ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে প্রবন্ধ ছাপা হতো।

কবে তিনি মৃত্যুবরণ করেন? — ৫ই ডিসেম্বর, ১৮৩৭।
Post a Comment (0)
Previous Post Next Post