সাধারণ জ্ঞান : কোষ - Cell

কোষ
Cell

কোষ কাকে বলে? — জীব দেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ।

কোষ সর্বপ্রথম কে আবিষ্কার করেন ও নামকরণ করেন? — ১৬৬৫ সালে রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার এবং নামকরণ করেন।

জীবদেহ কোষ দ্বারা গঠিত এটি কে ঘোষণা করেন? — থিওডোর সোয়ান।

জীবদেহ কোষ দ্বারা গঠিত এটি কোন মতবাদ থেকে জানা যায়? — কোষ মতবাদ (Cell Theory)।

একটিমাত্র কোষ দিয়ে গঠিত জীবকে বলা হয়? — এককোষী জীব।(অ্যামিবা,ব্যাকটেরিয়া ইত্যাদি)

একাধিক কোষ দ্বারা গঠিত জীবকে কি বলে? — বহুকোষী জীব।(মানুষ,গরু,আম গাছ ইত্যাদি)।

প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? — নিউরন।

সবচেয়ে বড় কোষ কার? — উটপাখির।

কার্যপ্রণালীর উপর ভিত্তি করে কোষ কত প্রকার? — ২ প্রকার। যথা : (দেহকোষ এবং জনন কোষ)।

নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার? — ২ প্রকার। যথা : (আদিকোষ এবং প্রকৃত কোষ)।

মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি? — কোষ।

পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি? — অ্যামিবা।

যে জড় ও শক্ত প্রাচীর দিয়ে উদ্ভিদ কোষ পরিবেষ্টিত থাকে তাকে কি বলে? — কোষপ্রাচীর।

প্রাণিকোষের কোষপ্রাচীর কেমন? — প্রাণিকোষে কোষপ্রাচীর নেই।

ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? — কাইটিন নামক কার্বোহাইড্রেট দিয়ে।

কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? — মাইটোকন্ড্রিয়াকে।

রাইবোসোমের প্রধান কাজ কী? — প্রোটিন সংশ্লেষণ করা।

প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? — রাইবোসোমকে।

কোষের মস্তিষ্ক ও প্রাণশক্তি বলা হয় কাকে? — নিউক্লিয়াস কে।

নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? — ১৮৩১ সালে রবার্ট ব্রাউন।

প্লাস্টিড কত প্রকার? — ২ প্রকার। যথা : লিউকোপ্লাস্ট এবং ক্রোমোটোপ্লাস্ট।

লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি? — ব্যাকটেরিয়া।

দেহের রাসায়নিক কারখানা কোনটি? — সাইট্রোপ্লাজম।

মাইটোকন্ড্রিয়ায় কতভাগ প্রোটিন? — ৭৩%

কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? — পেশী কোষে।

প্রাণির বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে কি বলে? — সিনসাইড্রিয়াম।

সবুজ প্লাস্টিডের নাম কী? — ক্লোরোপ্লাস্ট।

ক্লোরোফিল অণুর উপাদান কি? — ম্যাগনিসয়াম।

কোনটির জন্য পুষ্প রঙ্গিন এবং সুন্দর হয়? — ক্রোমোপ্লাস্ট।

সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন? — ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্টে পরিণত হয় বলে।

সবুজ ফল পাকলে রঙিন হয় কেন? — জ্যান্থোফিলের উপস্থিতির কারণে।

পাকা ফলের রং হলুদ হয় কোন রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে? — জ্যান্থোফিল বেশি হলে।

জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে? — তিন প্রকার।

ব্যাকটোরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়? — এ্যামাইটোসিস।

অপত্যকোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ বিভাজনে? — মিয়োসিস।

মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে — দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায়।

একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে কোনটি? — কলা / টিস্যু (Tissue)।

উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয়? — মূল ও কাণ্ডের অগ্রভাগে।

উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবন পরিবহন করে কোন কলার মাধ্যমে? — জাইলেম।

কোনটি থেকে সোনালী আঁশ পাওয়া যায়? — ফ্লোয়েম তন্তু।

আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের? — ৩ ধরনের।

হৃদপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? — বিশেষ ধরনের অনৈচ্ছিক।

উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপ্লাজমের গঠন একই রকমের। — এই সিদ্ধান্ত কে দেন? — ফন্টানা।
Post a Comment (0)
Previous Post Next Post