সাধারণ জ্ঞান : জন ক্লার্ক মার্শম্যান

History 📡 Page Views
Published
12-Nov-2021 | 09:40 AM
Total View
395
Last Updated
12-Nov-2021 | 09:50 AM
Today View
0
জন ক্লার্ক মার্শম্যান

জন ক্লার্ক মার্শম্যান কবে জন্মগ্রহণ করেন? — ১৮ই আগষ্ট, ১৭৯৪ সালে। 

জন ক্লার্ক মার্শম্যান এর জন্মস্থান কোথায়? — ব্রডমিড, ইংল্যান্ড। 

তিনি কোন প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন? — শ্রীরামপুর মিশনে।

তিনি বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতিতে অবদান রাখেন কত বছর? — প্রায় ৩০ বছর।

তিনি কি কি পত্রিকা সম্পাদনা করেন? — দিগদর্শন, সমাচার দর্পন, ফ্রেন্ড অব ইন্ডিয়া, গর্ভনমেন্ট গেজেট। 

‘সমাচার দর্পন’ পত্রিকার পরিচয় সংক্ষেপে দাও।
'সমাচার দর্পণ' (১৮১৮) শ্রীরামপুর থেকে প্রকাশিত জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা। প্রথম সংখ্যার প্রকাশকাল ২৩ মে, ১৮১৮। পরে জয়গোপাল তর্কালঙ্কার, তারিণীচরণ শিরোমণি প্রমুখ এই পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। বাংলা গদ্যের প্রথম যুগের ইতিহাসে এবং বাংলা সংস্কৃতির ইতিহাসে এই পত্রিকার গুরুত্ব যথেষ্ট। 

তিনি কী কী ভাষায় দক্ষ ছিলেন? — ইংরেজি, বাংলা, হিন্দি, ফরাসি ও সংস্কৃত ভাষায়।

তিনি কী কী জনকল্যানকর কাজের সাথে যুক্ত ছিলেন? — তৎকালে রেল, টেলিযোগাযোগ ও শিক্ষা সংক্রান্ত প্রস্তাবের প্রধান উদ্যোক্তা ছিলেন।

তাঁর রচিত গ্রন্থগুলোর পরিচয় দাও। — ভারতবর্ষের ইতিহাস (২ খণ্ড), পুনরাবৃত্তের সংক্ষিপ্ত বিবরণ (১৮৩৩), জ্যোতিষ গোলাধ্যায়, সদগুণ ও বীর্যের ইতিহাস (১৮২৯), ঈশপস ফেবলস্, ক্ষেত্রবাগান বিবরণ, Marray's Grammar ইত্যাদি। 

তিনি কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন? — ১৮৫২ সালে।

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ৮ই জুলাই, ১৮৭৭ সালে।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)