আর্থিক সাহায্য চেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট আবেদনপত্র
| History | 📡 Page Views |
|---|---|
| Published 16-Oct-2021 | 01:58:00 AM |
Total View 15.4K+ |
| Last Updated 10-Nov-2021 | 09:06:05 AM |
Today View 0 |
আর্থিক অসচ্ছলতার কারণে তোমার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য এককালীন কিছু
সাহায্যের নিমিত্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র
লেখ।
তারিখ: ১৬ অক্টোবর, ২০২১
বরাবর
চেয়ারম্যান,
রাজনগর ইউনিয়ন পরিষদ
চিতলমারী, বাগেরহাট।
বিষয় : পড়ালেখার জন্য এককালীন সাহায্যের আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি চিতলমারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের
সপ্তম শ্রেণির ছাত্র। আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমরা চার ভাইবোন বিদ্যালয়ে
পড়ালেখা করি। আর্থিক অসচ্ছলতার কারণে আমার বাবার পক্ষে আমাদের পড়ার খরচ চালানো
সম্ভব হচ্ছে না। ফলে আমার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম। এ অবস্থায় আমি পড়ালেখার
খরচ চালাতে আপনার কাছে এককালীন কিছু অর্থ সাহায্যের জন্য আবেদন করছি।
অতএব, বিনীত নিবেদন যে, আপনার সদয় বিবেচনা দ্বারা আমার আবেদন মঞ্জুর করে আমাকে
পড়ালেখা করার সুযোগ দান করলে কৃতজ্ঞ থাকব।
বিনীত নিবেদক
নাদিম আলম
চিতলমারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়
বাগেরহাট।
সপ্তম শ্রেণি, রোল-২।
Leave a Comment (Text or Voice)
Comments (0)