বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীকে শিক্ষকের ই-মেইল
বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীকে শিক্ষকের ই-মেইল।
To : mithun @ myallgarbage.com
Cc : ....
Bcc : ....
Subject : বৃক্ষরোপণ সপ্তাহ
মিথুন,
জুলাইয়ের প্রথম সপ্তাহে আমাদের কলেজে ‘বৃক্ষরোপণ সপ্তাহ ২০১৮’ শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে কলেজ মাঠে বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। আমি চাই তোমার নার্সারি
নিয়ে তুমি এই মেলায় অংশগ্রহণ কর। স্থান বরাদ্দের জন্য সামান্য ফি দিয়ে আবেদন
ফরম সংগ্রহ করা যাচ্ছে। কলেজ অফিসে যোগাযোগ কর।
তোমার বিজ্ঞান শিক্ষক
মো. আবদুল মজিদ,
২০ মে, ২০১৮।
No comments