একজন চোর ও একজন পুলিশের মাঝে একটি সংলাপ

একজন চোর ও একজন পুলিশের মাঝে একটি সংলাপ তৈরি করো।


পুলিশ : সত্য কথা ক, তুই চুরি করছস?

চোর : জে না।

পুলিশ : মিথ্যা কইবি না, তরে হাতেনাতে ধরছি। ফের যদি মিথ্যা কস তাইলে তোর কপালে দুঃখ আছে কইলাম ।

চোর : স্যার গো, আমি চুরি করি নাই।

পুলিশ : আবার মিথ্যা কথা। আফজাল সাহেব, লাঠিটা নিয়ে আসেন তো, দেখি ব্যাটা স্বীকার করে কিনা?

চোর : স্যার, স্যার গো আমারে মাফ কইরা দেন স্যার। জীবনে আর এই ভুল করুম না। আমারে মাফ কইরা দেন স্যার।

পুলিশ : এতক্ষণ মিথ্যা কইতেছিলি ক্যান? [ লাঠি দিয়ে একটা বাড়ি মেরে ]

চোর : ভয়ে গো স্যার। আমারে ছাইড়া দেন। আমি আর চুরি করুম না।

পুলিশ : চুরির সময় তোর লগে কয়জন ছিল? সত্যি কইরা ক।

চোর : আমার লগে আক্কাস আছিলো স্যার। পলাইয়া গেছে ।

পুলিশ : তুই না আগের বার কইছিলি চুরি ছাইড়া দিবি? আবার চুরি করলি ক্যান?

চোর : প্যাটের দায়ে স্যার। কোনো কাম ঠিকঠাক মতো করতে পারি না। আর আমারে কেউ কাম দিবারও চায় না। আমারে এইবারের মতো মাফ কইরা দ্যান স্যার, আর ভুল হইবো না। স্যার স্যার ... ।

পুলিশ : তোরে তো মাফ করন যাইব না। তোর সাথে ঐ আক্কাসরেও আমি জেলে পাঠামু। সেন্ট্রি, ওকে লকআপে ঢোকাও।
Post a Comment (0)
Previous Post Next Post