ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক নয়— এ বিষয়ে ডাক্তার ও রোগীর সংলাপ
| History | Page Views |
|---|---|
| Published 08-Oct-2021 | 01:47:00 AM |
Total View 1.1K+ |
| Last Updated 30-Oct-2021 | 03:50:52 PM |
Today View 0 |
ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক নয়— এ বিষয়ে ডাক্তার ও রোগীর সংলাপ
তৈরি করো।
রোগী : শরীরে অনেক জ্বর, কোনো কিছু ঠিক মতো করতে পারি না।
ডাক্তার : কত দিন হলো এরকম হয়?
রোগী : অনেক দিন। প্রথমে নিজে নিজে বাজার থেকে ওষুধ কিনে খেতাম।
কিন্তু কোনো উপকার পাইনি।
ডাক্তার : আপনার এই জ্বর সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? জ্বর
কেন হয় বলতে পারেন?
রোগী : না।
ডাক্তার : তাহলে নিজে নিজে ওষুধ খেলেন কেন? শরীরে জ্বর বিভিন্ন
কারণে হতে পারে। তবে জ্বর কোনো নির্দিষ্ট অসুখ নয়। এর আলাদা উৎস আছে।
রোগী : তবে সবাই যে নিজে নিজেই ওষুধ কেনে?
ডাক্তার : তাহলে তো ডাক্তারের কোনো প্রয়োজন ছিল না। কখনো এমন ভুল
করবেন না। কারণ সামান্য ভুল চিকিৎসার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই
সবার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিজে নিজে ডাক্তারি করবেন না।
রোগী : ঠিক আছে। এখন থেকে ডাক্তার দেখিয়েই ঔষধ খাব।
Leave a Comment (Text or Voice)
Comments (0)