যানজট নিয়ে দু’জন পথচারীর মধ্যে সংলাপ

History 📡 Page Views
Published
08-Oct-2021 | 02:17 AM
Total View
5.8K
Last Updated
22-Jan-2026 | 11:53 AM
Today View
0

যানজট নিয়ে দুই পথচারীর কথোপকথন


পথচারী ১ : আজকে রাস্তায় এত যানজট কেন ভাই? আধা ঘণ্টা ধরে এক জায়গাতেই আটকে আছি।


পথচারী ২ : জানি না ভাই। তবে সমস্যা তো শুধু আজকের নয়, এটা এখন আমাদের নিত্যদিনের সঙ্গী।


পথচারী ১ : ঠিক বলেছেন। প্রতিদিন মানুষকে কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছাতে কী যে দুর্ভোগ পোহাতে হয়! এই মূল্যবান সময়গুলো নষ্ট হওয়ার দায় কার?


পথচারী ২ : আসলে এসব হচ্ছে অপরিকল্পিত নগরায়ণের ফসল। শহরের ধারণক্ষমতার চেয়ে গাড়ির সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তার ওপর রাস্তাঘাটও পর্যাপ্ত প্রশস্ত নয়।


পথচারী ১ : আর ট্রাফিক পুলিশের কার্যকলাপ নিয়ে কী বলবেন? তারা কি সঠিকভাবে দায়িত্ব পালন করছে?


পথচারী ২ : ভাই, আমরা আমাদের শহরকে ঠিক রাখছি না, এখানে গুটি কয়েক ট্রাফিক পুলিশকে দোষ দিয়ে লাভ কী বলুন? ওই যে দেখেন, রাস্তার পাশে অপরিকল্পিতভাবে এবং আইন অমান্য করে গাড়ি পার্কিং করে রেখেছে পড়ালেখা জানা ধনী মানুষরা। এতে রাস্তা সরু হয়ে যাচ্ছে। তারা যদি এমন করে, তখন পুলিশের আর কী করার থাকে?


পথচারী ১ : একদম ঠিক। শুধু কি তাই? গণপরিবহনগুলোর দিকে তাকান। যত্রতত্র যাত্রী ওঠানো-নামানোর জন্য তারা মাঝরাস্তায় গাড়ি থামিয়ে রাখে। পেছনের গাড়িগুলো এগোতে পারে না, ফলে জ্যাম লেগেই থাকে।


পথচারী ২ : এর সাথে যোগ করুন ফুটপাত দখলের বিষয়টি। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারীরা বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে হাঁটে, যা গাড়ির গতি কমিয়ে দেয়। আসলে আমাদের ট্রাফিক আইন মানার মানসিকতার খুব অভাব।


পথচারী ১ : সত্যি, এই যানজটের কারণে শিক্ষার্থীদের স্কুল-কলেজে এবং রোগীদের হাসপাতালে পৌঁছাতে যে কী কষ্ট হয়, তা ভাবলে খারাপ লাগে। তবে কি এ দুর্ভোগ সারাজীবনই থাকবে? এর কি কোনো সমাধান নেই?


পথচারী ২ : আমরা যদি না বদলাই তবে সারাজীবন থাকবে। তবে পরিবর্তনের সময় এসেছে। সরকার মেট্রো রেল, ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করছে, যা কিছুটা স্বস্তি দেবে বলে আশা রাখি। কিন্তু শুধু অবকাঠামো দিয়ে হবে না।


পথচারী ১ : ঠিক বলেছেন। আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং না করার অভ্যাস গড়তে হবে।


পথচারী ২ : একদম তাই। আমাদের শহরে ট্রাফিক লোড কমাতে হবে, রাস্তার পরিমাণ বাড়াতে হবে এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। জনসচেতনতা আর সদিচ্ছা থাকলে আশা করি আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাব।


পথচারী ১ : দোয়া করি সেই দিন যেন শীঘ্রই আসে। কথা বলে ভালো লাগল ভাই, সাবধানে যাবেন।


পথচারী ২ : আপনাকেও ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 08-Nov-2022 | 01:08:38 AM

Good