আদর্শভিত্তিক রাজনীতি নিয়ে ছাত্র ও শিক্ষকের মধ্যে একটি সংলাপ

আদর্শভিত্তিক রাজনীতি নিয়ে ছাত্র ও শিক্ষকের মধ্যে একটি সংলাপ রচনা করো।


শিক্ষক : এই ছেলেরা, তোমরা ক্লাসের বাইরে কী করছ?

আবির : স্যার, আমরা ব্যস্ত আছি আপনি জানেন তো।

শিক্ষক : এই ‘তোমরা’ কারা?

আবির : আমরা রাজনৈতিক দলের ছেলে।

শিক্ষক : তাতে কী? তোমাদের লেখাপড়া নেই? তোমরা ক্লাসের বাইরে বসে আড্ডা দেবে কেন? ভেতরে যাও।

রকি : স্যার, আমরা রাজনীতি না করলে কে করবে বলেন?

সুমন : আমাদের নিয়ে আপনাদের গর্ব করা উচিত।

শিক্ষক : আচ্ছা, তোমরা কি জানো তোমরা কী করছ? তোমরা তোমাদের শিক্ষকের সাথে তর্ক করছ। তোমাদের রাজনৈতিক দল নিশ্চয় তোমাদের এটা শিক্ষা দেয় না। স্কুলের নিয়ম ভঙ্গ করতে তো শেখায় না, তাই না?

রকি : তাহলে কি আমরা রাজনীতি করব না, স্যার?

শিক্ষক : অবশ্যই তোমরা রাজনীতি করবে। তোমাদের মধ্য থেকেই গড়ে উঠবে ভবিষ্যতের নেতা। তবে অবশ্যই তোমাদের সৎ এবং নিষ্ঠাবান হতে হবে। আর এটাই তৈরি হওয়ার সময়। এখন তোমরা যা শিখবে পরবর্তীতে তোমরা তাই করবে। তোমরা যদি ভালো না হও তবে দেশের ভালো করবে কী করে?

1 Comments

  1. দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা বিষয়ে ছাত্র ও শিক্ষকের মধ্যে সংলাপ লিখন

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post