মার্চের দিনগুলি

মায়েদের ভারতীয় টিভি সিরিয়ালে আসক্তি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

মায়েদের ভারতীয় টিভি সিরিয়ালে আসক্তি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।


সেতু : কী হয়েছে তোর?

শাওন : মেজাজ খারাপ, কথা বলিস না।

সেতু : মেজাজ খারাপ কেন? বাসায় ঝামেলা করেছিস?

শাওন : সত্যি, মাকে নিয়ে আর পারা যায় না।

সেতু : কেন? চাচি আবার কী করেছে?

শাওন : মায়ের জন্য টিভিতে কিচ্ছু দেখা যায় না, সারাক্ষণ সে ভারতীয় টিভি সিরিয়াল দেখে।

সেতু : আমাদের বাড়িতেও ওই একই সমস্যা। বাবা তো এ নিয়ে ভীষণ রাগারাগি করে; কিন্তু মাকে কিছুতেই থামানো যায় না। একটার পর একটা সিরিয়াল দেখতে থাকে।

শাওন : শুধু দেখলেও তো হতো; মা এখন রীতিমতো সিরিয়ালে আসক্ত। সিরিয়ালের ঘটনাই তার কাছে সবচেয়ে জরুরী বিষয়।

সেতু : আমার মাও তাই রে; কেউ বাড়িতে এলে অন্য কোনো গল্প করে না। শুধু সিরিয়ালের গল্প করে।

শাওন : এই সিরিয়ালগুলো কিন্তু আমাদের সংসারে অশান্তি আনছে; অনেক সহজ বিষয়ও জটিল করে দিচ্ছে।

সেতু : আমাদের চিন্তার নেতিবাচক পরিবর্তন হচ্ছে।

শাওন : অথচ আমাদের দেশের নাটকগুলোতে সংসারের এত জটিলতা দেখায় না। বরং বিনোদনের দিকে বেশি গুরুত্ব দেয়।

শাওন : এই আসক্তি কিন্তু খুব খারাপ দিকেও যেতে পারে। কিছুদিন আগে পত্রিকায় পড়েছিলাম— ঈদে ভারতীয় টিভি সিরিয়ালের এক অভিনেত্রীর মতো পোশাক না পেয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ।

সেতু : খবরটা আমিও পড়েছি; মাকেও পড়ে শুনিয়েছিলাম। শুনে কী বলল জানিস?

শাওন : কী?

সেতু : পোশাকটা কিনে দিলেই তো মেয়েটার জীবন বেঁচে যেত।

শাওন : ভাবতে পারিস তুই!

সেতু : আমার খুব খারাপ লাগে; কিন্তু কিছুই করতে পারি না।

শাওন : চল, বাসায় গিয়ে আরেকবার বিষয়গুলো বুঝিয়ে বলি।

সেতু : চল, চেষ্টা করে দেখি।

1 Comments

  1. এটা প্রত্যক পরিবারে এই সমেস্যা🤣🤣🤣

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post