ডেঙ্গুর প্রতিরোধে তোমার বিদ্যালয়ের নেয়া কর্মসূচি জানিয়ে প্রবাসী বন্ধুকে চিঠি

ডেঙ্গুর প্রতিরোধের জন্য তোমার বিদ্যালয়ে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি চিঠি লেখ।


মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১

প্রিয় সুফিয়ান,
কেমন আছ? ইতোমধ্যেই তুমি ডেঙ্গুজ্বর সম্পর্কে অবগত হয়েছ এবং বাংলাদেশে এর ব্যাপক প্রকোপ সম্পর্কে জানতে পেরেছ। ডেঙ্গুজ্বর প্রতিরোধে আমরা কোনো ভূমিকা রেখেছি কিনা তাও তুমি জানতে চেয়েছিলে। তুমি জেনে আর্শ্বস্ত হবে যে ডেঙ্গুজ্বর প্রতিরোধের জন্য আমাদের বিদ্যালয় থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ডেঙ্গুজ্বর এক ভয়াবহ ব্যাধি। তাই ডেঙ্গুজ্বরের প্রতিরোধ সম্পর্কে সচেতনতা একান্ত প্রয়োজন। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ডেঙ্গুজ্বর প্রতিরোধ কমিটি গঠন করেন। এরপর থেকে ওই কমিটির সদস্যরা এলাকায় ডেঙ্গুজ্বর প্রতিরোধমূলক কর্মসূচি পালন করতে শুরু করে। আমি কমিটির সদস্য ছিলাম। প্রথমে আমরা যে কাজটি করেছি, তা হলো ডেঙ্গুজ্বর কী কারণে হয়, সেই কারণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। ডেঙ্গুজ্বরের জীবাণু বাহক এডিস মশা। তাই এ বাহক মশার দমনই হচ্ছে ডেঙ্গুজ্বর প্রতিরোধের সর্বোত্তম উপায়। যেসব স্থানে এডিস মশা ডিম পাড়ে, সেসব জায়গায় ব্লিচিং পাউডার দিয়ে এডিস মশা ধ্বংস করেছি। গ্রামের মানুষদের বাড়ির চারপাশে পরিষ্কার রাখতে বলেছি। রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে বলেছি। প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী মোটামুটি সবাইকে ডেঙ্গুজ্বর সম্পর্কে সচেতন করেছি। আজ আর নয়। ভালো থেকো। তোমার আব্বা-আম্মাকে আমার সালাম আর ছোটদের প্রীতি দিও। দেশে কবে নাগাদ ফিরবে জানিও।

ইতি,
তোমার বন্ধু
রাজু

Post a Comment (0)
Previous Post Next Post