বিদ্যালয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন উপলক্ষ্যে আবেদনপত্র

History 📡 Page Views
Published
12-Oct-2021 | 12:52 PM
Total View
8.9K
Last Updated
06-Nov-2021 | 09:31 AM
Today View
0
তোমার বিদ্যালয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন উপলক্ষ্যে অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।


তারিখ : ১০ জানুয়ারি, ২০২২

মাননীয়
প্রধান শিক্ষক সাহেব,
বগুড়া জিলা স্কুল, বগুড়া।

বিষয় : বিচিত্রানুষ্ঠান আয়োজনের অনুমতি প্রার্থনা।

জনাব,
বিনীতি নিবেদন এই যে, আমরা অত্র স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ আগামী ১৫ জানুয়ারি, ২০২২ রোজ রোববার স্কুলের পুরস্কার বিতরণী সমাপনী দিবসে এক বিচিত্রানুষ্ঠানের আয়োজন করতে চাই। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে গান, আবৃত্তি, হাস্য-কৌতুক ও একটি একাঙ্কিকা নাটক মঞ্চস্থ করতে মনস্থ করেছি। এ উপলক্ষ্যে আপনার এবং অন্যান্য শিক্ষকের সাহায্য ও সহযোগিতা কামনা করি।

অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক স্কুল প্রাঙ্গণে বিচিত্রানুষ্ঠান করার অনুমতি দানে বাধিত করতে অজ্ঞা হয়।

বিনীত,
আপনার অনুগত,
বগুড়া জিলা স্কুলের
(ছাত্র-ছাত্রীবৃন্দ)।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)