প্রতিবেদন : সেতুর অভাবজনিত সমস্যার বর্ণনা দিয়ে পত্রিকায় জন্যে প্রতিবেদন
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 11-Sep-2021 | 04:13 PM |
Total View 636 |
|
Last Updated 11-Sep-2021 | 04:42 PM |
Today View 0 |
এলাকার সেতুর অভাবজনিত সমস্যার বর্ণনা দিয়ে পত্রিকায় প্রকাশের জন্যে একটি
প্রতিবেদন তৈরি করো।
তুরাগ নদীতে সেতুর অভাবে বদগাঁও - বিরুলিয়া বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক : ঢাকা : মেগাসিটি ঢাকা শহরে মাথা গোঁজার ঠাঁই নেই। অধিক
জনসংখ্যা পদভারে কম্পিত রাজধানীর প্রতিটি এলাকা। এমন অবস্থায় মানুষ শহরতলীতে
আশ্রয় খুঁজছে। স্বল্প ব্যয়ে এমন একটি উত্তম আবাসিক এলাকা হতে পারত রাজধানীর
মিরপুর থানার মাত্র ২ কিলোমিটার পশ্চিমে বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়নে; হাজার হাজার
একর উঁচু ও সমতল ভূমি রয়েছে এখানে। বেড়াইদের উপর দিয়ে তুরাগ নদীতে একটি সেতু
নির্মিত হলে উক্ত এলাকাধীন, চাকুলিয়া, সাধাপুর, নিকরাইল, কাজিপাড়া, পুরানবাড়িসহ
অন্যান্য গ্রামের মানুষের শত শত বছরের দুর্দশা লাঘব হবে। উপরুন্ত উক্ত এলাকায়
যাঁরা ইতোমধ্যে প্লট কিনেছেন সে সমস্ত স্বল্প আয়ের মানুষেরা বাড়ি বানিয়ে অনায়াসেই
থাকতে পারবে। সরকার আসে, সরকার যায়, কিন্তু ঢাকার নিকটস্থ এ এলাকাটির প্রতি কেউ নজর
দেয়ার সময় পান না। বর্তমানে গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ
ব্যবস্থার প্রতি অত্যাধিক নজর দিয়েছেন বিধায়, উক্ত এলাকাবাসী শত বছরের প্রাণের
দাবি পূরনের সম্ভাবনা দেখা দিয়েছে।
Leave a Comment (Text or Voice)
Comments (0)