প্রতিবেদন : জাতি গঠনে নারীসমাজের ভূমিকা

History Page Views
Published
09-Sep-2021 | 01:29:00 PM
Total View
6.8K+
Last Updated
11-Sep-2021 | 04:43:33 PM
Today View
0
'জাতি গঠনে নারীসমাজের ভূমিকা' শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করো।


জাতি গঠনে নারীসমাজের ভূমিকা


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের উদ্যোগে 'জাতি গঠনে নারী সমাজের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা গত ৬ই এপ্রিল ২০২১ তারিখে কবি নজরুল ইসলাম মিলয়াতনে অনুষ্ঠিত হয়। এ আলোচনা অনুষ্ঠানে কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় আলোচকবৃন্দ একমত হন যে, সমাজে নারী ও পুরুষের অবদানকে ভিন্ন রূপে দেখার অবকাশ নেই। উভয়ে মিলেই গড়ে তুলছে সমাজ, সভ্যতা, দেশ। তাই নারীকে অবহেলায় পেছনে ফেলে রেখে কোনো দেশ ও জাতি উন্নতি করতে পারে না। নারী হলো সমাজের অর্ধেক জনসমষ্টি। কাজেই সমাজের অর্ধেক শক্তিকে অবমূল্যায়ন করে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয় এবং এটা করা উচিতও নয়। কোনো গাড়ির এক চাকা ভাঙা থাকলে সে গাড়ি যেমন অধিক দূর অগ্রসর হতে পারে না, তেমনি সমাজের অর্ধেক শক্তি নারীসমাজকে অবহেলা অবজ্ঞা করেও বিদ্যামান সমাজব্যবস্থা প্রগতির পথে এগিয়ে যেতে ব্যর্থ হয়। নারীরা শিক্ষিত হলে জাতিও শিক্ষিত হয়ে উঠবে। আর শিক্ষা ছাড়া জাতীয় উন্নয়নের কথা কল্পনা করা যায় না। এজন্যেই সম্ভবত নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন, ‘তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি সুন্দর জাতি উপহার দেব।’ তাই নারীকে চার দেয়ালের মধ্যে বন্দি করে না রেখে পুরুষের সমতালে কাজ করার সুযোগ দিলে দেশ ও জাতি উত্তরোত্তর উন্নতির দিকে দ্রুত অগ্রসর হতে পারবে। সোজা কথায়, একটি উন্নত জাতি গঠনে নারীসমাজের ভূমিকাকে অস্বীকার করার উপায় নেই। বক্তারা সর্বক্ষেত্রে নারীর অধিকার পূর্ণ বাস্তবায়নের জন্যে সকলের সার্বিক সহায়তা কামনা করেন।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 02-Apr-2022 | 07:09:02 AM

Good