প্রতিবেদন : এলাকায় ছিনতাই বৃদ্ধি প্রসঙ্গে প্রতিবেদন
| History | Page Views |
|---|---|
| Published 29-Aug-2021 | 11:43:00 AM |
Total View 843 |
| Last Updated 29-Aug-2021 | 11:43:57 AM |
Today View 0 |
এলাকায় ছিনতাই বৃদ্ধি প্রসঙ্গে একটি প্রতিবেদন তৈরি করো।
ময়মনসিংহ এখন ছিনতাইকারীদের নগরী
আশিকুর রহমান রিপন : ময়মনসিংহ : ময়মনসিংহ শহরে ছিনতাইকারীদের উৎপাত এখন চরমে। দিন
দুপুরে নিরীহ পথচারীরা ছিনতাইকারীদের কবলে পড়ছে। ছিনতাইকারীর কবলে পড়ে পথচারীর
নগদ অর্থ, মূল্যবান কাগজপত্র, অলংকার এমনকি ব্যবহার্য দ্রব্যাদি পর্যন্ত খুইয়েছেন।
সন্ধ্যা হতে থাকলেই ছিনতাইকারীদের উৎপাত বাড়তে থাকে। শহরের
কৃষ্টপুর, ভাটিকাশর, বলাশপুর, বাঘমারা সে কে ঘোষ রোড, জেলা স্কুল রোড, কলেজ
রোড, কাঁচিঝুলি, কেওয়াটখালী, খাগডহরে ছিনতাইকারীদের যখন তখন পথচারীদের ঠেক দিয়ে বসে।
জানের ভয়ে পথচারীরা তাদের কাছে থাকা সবকিছু ছিনতাইকারীদের হাতে তুলে দিতে বাধ্য
হয়। এ ব্যাপারে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা না
নেয়ায়, ছিনতাইকারীদের উৎপাত যেমন বাড়ছে, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি
ঘটেছে। তরুণ সমাজে মধ্যে হেরোইন, ফেন্সিডিল, প্যাথেড্রিন, গাঁজা, চরস, মদ্য পানের নেশা
আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ায় তাদের অনেকেই ছিনতাইয়ের পথে পা বাড়াচ্ছে। এসব তরুণরা
একদিকে বেকার, অন্যদিকে নেশাগ্রস্ত হওয়ায় নেশার টাকা সংগ্রহ করতে গিয়ে ছিনতাইয়ের
মতো ঘৃণ্য অপরাধে জড়িয়ে পড়ছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বখরার বিনিময়ে
ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে না বলে জানা গেছে। এছাড়া শহরে ডিফেন্স
পার্টুর কতিপয় অসাধু সদস্যের সঙ্গে ছিনতাইকারীদের সাথে আর্থিক লেনদেন থাকায়
ছিনতাই কিছুতে ঠেকানো যাচ্ছে না, বরং দিন দিন এটি বেড়েই চলেছে। পরিস্থিতি এখন এমন
দাড়িয়েছে যে, ছিনতাইকারীদের কাছে শহরবাসী জিম্মি হ ম্যে পড়েছে। এ ব্যাপারে
পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো
সাড়া পাওয়া যায় নি। ছিনতাইয়ের কবল থেকে রেহাই পেতে শহরবাসী মিছিল, র্যালির
পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপু পেশ করেছে, সাংবাদিক
সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। প্রশাসন নির্বিকার থাকায় এবং
ছিনতাইকারীদের নেটওয়ার্ক বিস্তৃত হওয়ায় কিছুতেই ছিনতাই রোধ করা যাচ্ছে না।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে, জননিরাপত্তা যেমন আরো হুমকির
সম্মুখীন হবে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটবে।
Leave a Comment (Text or Voice)
Comments (1)
Vlo Hoice
Tnx