প্রবন্ধ রচনা : নায়াগ্রা জলপ্রপাত
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 08-Jul-2021 | 01:56 PM |
Total View 20K |
|
Last Updated 22-Nov-2025 | 11:56 PM |
Today View 0 |
ভূমিকা : পৃথিবীর অনেক আশ্চর্য জিনিসের মধ্যে একটি হলো নায়াগ্রা জলপ্রপাত। এ জলপ্রপাতের সৌন্দর্য পৃথিবীর বহু মানুষকে মুগ্ধ ও বিস্মিত করেছে। এর বিশালত্ব এবং জলের প্রবল শক্তি সত্যিই দেখার মতো।
অবস্থান : এই জলপ্রপাতটি উত্তর আমেরিকার কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত। এটি টরন্টো শহর থেকে কয়েক কিলোমিটার দূরে নায়াগ্রা নদীর উপর অবস্থিত। নায়াগ্রা জলপ্রপাত আসলে তিনটি জলপ্রপাতের সমাহার: হর্সশু ফলস (Horseshoe Falls), আমেরিকান ফলস (American Falls) এবং ব্রাইডাল ভেইল ফলস (Bridal Veil Falls)। এদের মধ্যে সবচেয়ে বড় হলো হর্সশু ফলস, যার বেশিরভাগ অংশ কানাডার দিকে পড়ে।
জলপ্রপাত : জল অর্থ পানি আর প্রপাত অর্থ পতন, অর্থাৎ আভিধানিক অর্থে জলধারার উচ্চস্থান থেকে নিম্নস্থানে পতন। পাহাড় থেকে পানি গড়িয়ে পড়াকে জলপ্রপাত বলে। তবে জলপ্রপাত ঝরনার চেয়ে অনেক বড় হয়। নায়াগ্রা হলো বিশ্বের অন্যতম শক্তিশালী জলপ্রপাত, যার বিশাল পরিমাণ জলের ধারা প্রতিনিয়ত প্রবাহিত হয়।
বিশেষত্ব : পৃথিবীর সব জলপ্রপাত পাহাড়ের উপর থেকে পানি নিচে গড়িয়ে পড়ে, কিন্তু নায়াগ্রা জলপ্রপাত একটু ব্যতিক্রম। নায়াগ্রা জলপ্রপাত সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে একটি বিরাট গিরিখাতের মধ্যে আছড়ে পড়ে। দুধারের মাটির মাঝে এক বিশাল ফাঁক বা এসকার্পমেন্ট (Escarpment) রয়েছে। নায়াগ্রার জল ওই ফাঁকের ভেতরে চলে যাচ্ছে। সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে নিচে পড়ছে না, পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে। এই জলের প্রচণ্ড শক্তিকে কাজে লাগিয়ে কানাডা এবং যুক্তরাষ্ট্র উভয়ই প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করে, যা এর অন্যতম প্রধান বিশেষত্ব।
বৈশিষ্ট্য : নায়াগ্রা জলপ্রপাত অন্যান্য প্রপাত থেকে আলাদা। এর জলের প্রবাহ সাধারণত এত বেশি থাকে যে জলের তোড়ে কিছু ভেসে গেলেও তা দ্রুত নিচে চলে যায়। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবং এর গঠনগত বৈশিষ্ট্য (সমতল থেকে গিরিখাতে পতন)। প্রতি বছর জলপ্রপাতটি ক্ষয়ের কারণে সামান্য পরিমাণে পেছনের দিকে সরে যাচ্ছে বলেও বিজ্ঞানীরা জানিয়েছেন।
উপসংহার : মানুষের চিরকালীন আকাঙ্ক্ষা হলো অজানাকে জানা। নায়াগ্রা জলপ্রপাতকে প্রত্যক্ষ করলে প্রকৃতির এক বিশাল রহস্য ও শক্তির ধারণা পাওয়া যায়। এই জলপ্রপাত কানাডা এবং যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এবং এটি সারা বিশ্বের পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ।
Leave a Comment (Text or Voice)
Comments (12)
same
Good
Idk what to say it save me from exam 😱😱😱😱😱😱
Good and easy to use
good
🤯🤯এত ছোট রচনা
good🥰
Tanks
good
😍😍😍👏🏻👏🏻👏🏻😘😘
👏👍😍😘🥰
👍👏