শারীরিক অসুস্থতার কারণে গত তিন দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে না পারায় প্রধান শিক্ষকের নিকট একটি ছুটির আবেদনপত্র রচনা করো।
১৮ই জুন, ২০১৮
বরাবর
প্রধান শিক্ষক
চৌধুরীগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়
সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
বিষয়: তিন দিনের ছুটি মঞ্জুরের জন্যে আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। শারীরিক অসুস্থতার কারণে গত ১৫ই জুন থেকে ১৭ই জুন পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। আমি এ তিন দিন ডায়রিয়াজনিত রোগে ভুগেছি। আমার চিকিৎসা-সংক্রান্ত প্রমাণপত্র আবেদনের সাথে যুক্ত করা হলো।
অতএব, বিনীত প্রার্থনা, উপর্যুক্ত বিষয় বিবেচনা করে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব।
বিনায়বনত
শাহিদা আক্তার ইতি
নবম শ্রেণি
বিজ্ঞান শাখা
রোল: ১১
Always my fav..from Dr. Khastogir government girls high school
ReplyDelete