মার্চের দিনগুলি

বঙ্গবন্ধুর কারাজীবন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার লক্ষ্যে জীবনের বেশীর ভাগ সময় কারাভোগ করেছেন। দেশ ও জনগণের স্বার্থে সীমাহীন ত্যাগ একটি স্বাধীন দেশের জন্য বড় বেদনাদায়ক। ৪৩৯৭ দিন তথা ১২ বছর প্রায় দুই মাস মতান্তরে ১৪ বছর ৩ মাস ২৭ দিন তথা ৫ হাজার দুইশত ৩৪ দিন কারাগারে কাটিয়েছেন বঙ্গবন্ধু। ইতিহাস ঘেঁটে জানা যায়, ফের ১৯ বার বঙ্গবন্ধুকে পাক সামরিক জান্তা কারাগারে পাঠিয়েছেন।

সাল

মাস/বছর

দিন

১৯৩৮

 

৭ দিন

১৯৪৮

৪ মাস

১২০ দিন

১৯৪৯

৯ মাস

২৭০ দিন

১৯৫০

১ বছর

৩৬৫ দিন

১৯৫২

২ মাস

৬০ দিন

১৯৫৪

৮ মাস

২৪০ দিন

১৯৫৮

৮ মাস

২৪০ দিন

১৯৫৯

৩ মাস

৯০ দিন

১৯৬০

১ বছর

(কার্যত গৃহবন্ধি, রজনীতি নিষিদ্ধ)

৩৬৫ দিন

১৯৬১

১ বছর

৩৬৫ দিন

১৯৬২

৬ মাস

১৮২ দিন

১৯৬৪

১০ মাস

৩০০ দিন

১৯৬৫

১ বছর

৩৬৫ দিন

১৯৬৬

১১ মাস

৩৩০ দিন

১৯৬৭

১ বছর

৩৬৫ দিন

১৯৬৮

১ বছর

৩৬৫ দিন

১৯৬৯

২ মাস

৬০ দিন

১৯৭১

১০ মাস

৩০০ দিন

১৯৭২

 

৮ দিন


কার জন্য ছিল এই ত্যাগ? বিনিময়ে কিছু পথভ্রষ্ট উচ্ছৃঙ্খল বাঙালি তাঁকে ১৯৭৫ এর ১৫ই আগস্টে উপহার দিয়েছে ১৮টি বুলেট। সত্যিকারেই অকৃতজ্ঞ জাতি আমরা।

1 Comments

  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য আনেক কষ্ট
    করেছেন🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post