৯ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : পৌরনীতি ও নাগরিকতা : ২য় সপ্তাহ : ২০২১

History 📡 Page Views
Published
20-Mar-2021 | 08:02 AM
Total View
429
Last Updated
10-May-2021 | 08:05 AM
Today View
0
৯ম শ্রেণি এ্যাসাইনমেন্ট : পৌরনীতি ও নাগরিকতা : সপ্তাহ ২

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম :
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ - ১
 
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম
প্রথম অধ্যায় : পৌরনীতি ও নাগরিকতা

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: 
পৌরনীতি ও নাগরিকতা, পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু, পরিবার, পরিবারের শ্রেণিবিভাগ, পরিবারের কার্যাবলী, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, সরকারের ধারণা, রাষ্ট্র ও সরকারের সম্পর্ক।

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠ-শেষে তোমার অর্জনসমূহের তালিকা সম্বন্বিত একটি পোস্টার তৈরি কর।
সংকেত :
(নিচের বিষয়বস্তু সম্পর্কে তুমি যা জেনেছ)
নাগরিকতা, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা

৯ম শ্রেণির ২য় সাপ্তাহের অ্যাসাইনমেন্ট-এর পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন দেয়া হলো :
৯ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : পৌরনীতি ও নাগরিকতা : সপ্তাহ - ২ : ২০২১


নমুনা সমাধান

নাগরিকতা
নাগরিকতা হলো রাষ্ট্র স্বীকৃত কোনো ব্যক্তি যখন উক্ত রাষ্ট্রের সার্বভৌম ভূখন্ডে বসবাস করা এবং রাষ্ট্র থেকে তার বিভিন্ন সেবা গ্রহণ করা।একজন ব্যক্তির এক বা একাধিক নাগরিকত্ব তথা নাগরিকতা থাকতে পারে।একটি রাষ্ট্রের নাগরিকত্ব অনেক ভাবে পাওয়া যায়।এটি একেক রাষ্ট্রের ক্ষেত্রে এক এক ধরনের নিয়ম চালু রয়েছে।আবার যখন কোনো ব্যক্তি কোনো একটা রাষ্ট্রের সীমানার মধ্যে অবস্থান করে কিন্তু তার নাগরিকত্ব সম্পর্কে কোনো স্পষ্ট ধারনা পাওয়া যায়না তখন তাকে বর্ডার ল্যান্ডার বলা হয়।

পরিবার
পরিবার হলো সমাজের ক্ষুদ্রতম সামাজিক একক।পরিবার হলো একটি সামাজিক গোষ্ঠী যার সদস্যরা একত্রে বসবাস করে এবং একত্রে অর্থনৈতিক কাজকর্মে যোগ দেয়।পরিবারে মূলত এক বা একাধিক নারী ও পুরুষ এবং তাদের সন্তানসন্ততি নিয়ে একত্রে বাস করা হয়।

বিবাহের প্রকৃতি অনুসারে, পরিবার গঠন অনুসারে, উৎপত্তি অনুসারে এবং স্বামী বা স্ত্রী নির্বাচন অনুসারে পরিবারকে অনেক ভাগে ভাগ করা যায়।তারমধ্যে উল্লেখযোগ্য হল:-

পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক পরিবার।একক ও যৌথ পরিবার।এক বিবাহ পরিবার ও বহু বিবাহ পরিবার ইত্যাদি।
পরিবারের মাধ্যমে একজন মানব শিশু সুষ্ঠু ও সুন্দর ভাবে বড় হয়ে ওঠে।সদস্যদের মাঝে সুখ-দুঃখ-আনন্দ-বেদনা ভাগ করে নেওয়া পরিবারের মনস্তাত্ত্বিক কাজ।আবার বিভিন্ন হাসি-ঠাট্টা-গান-বাজনা করা হল পরিবারের বিনোদন মূলক কাজ।

সমাজ
সমাজ বলতে সেইসব সংঘবদ্ধ সামাজিক গোষ্ঠী কে বুঝায় যারা কোনো সাধারন উদ্দেশ্য সাধনের জন্যে একত্রে বসবাস করে।

সমাজের প্রধান বৈশিষ্ট্য— ২টি।
সমাজ গড়ে ওঠে— মানুষকে নিয়ে।
সভ্য জীবনের আদর্শ স্থান হল — সমাজ
মানুষ জন্ম হতে মৃত্যু পর্যন্ত বাস করে—সমাজে

রাষ্ট্র
রাষ্ট্র হল একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বাস করে।পৃথিবী তে ছোটবড় সবমিলিয়ে প্রায় ২০০ মতো রাষ্ট্র আছে।রাষ্ট্রের জন্য একটি নিদির্ষ্ট ভূখণ্ড, সরকার, জনগন এবং সার্বভৌমত্ব থাকতে হবে।

রাষ্ট্র গঠনের মূল উপাদান ৪ টি। যথা– জনসমষ্টি, নিদির্ষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং সরকার।

আন্তর্জাতিক সংস্থা
দুই বা ততোধিক দেশে কর্মরত এক ধরনের সংস্থাবিশেষ এতে সাধারণতঃ বেসরকারি সংস্থার তুলনায় আন্তর্জাতিক পর্যায়ের জনগোষ্ঠীর সম্পৃক্ততাসহ সদস্য সংখ্যা তুলনামূলকভাবে অধিক থাকে। এছাড়াও, সংস্থার কর্মক্ষেত্র কিংবা কর্মতৎপরতা ভিন্ন হয়। এ ধরনের সংস্থাগুলো দেশের সরকার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে না। তবে সরকারের কর্মপন্থার সাথে সীমিত পর্যায়ে অংশগ্রহণ করে থাকে। জাতিসংঘ, রেডক্রস - আন্তর্জাতিক সংস্থার প্রকৃষ্ট উদাহরণ। এছাড়াও রয়েছে (OIC),কমনওয়েলথ ইত্যাদি।

আন্তর্জাতিক সংস্থা প্রধানত দুই ধরনের হয়ে থাকে। সেগুলো হচ্ছে -
১.আন্তর্জাতিক বেসরকারি সংস্থা
২.আন্তসরকার সংস্থা

Azibul Hasan
25 March 2021


কিভাবে পোস্টার বানাবেন? / পোস্টার তৈরির নিয়ম :
[পোস্টার সাধারণত এক পৃষ্ঠায় লিখতে বা আঁকতে হয়। এই জন্য কাগজের সাথে কাগজ জুড়ে বড় করে নিতে হবে। এবং সেখানে নিজের দৃষ্টিতে সুন্দর লাগে এমন করে বিভিন্ন জায়গায় লিখা গুলো গুচ্ছ গুচ্ছ করে সাজিয়ে লেখতে হয়।]


আরো দেখুন :

২য় সপ্তাহের অন্যান্য বিষয়ের নমুনা সমাধান :

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)