৯ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : জীব বিজ্ঞান : ২য় সপ্তাহ : ২০২১

History 📡 Page Views
Published
20-Mar-2021 | 08:01 AM
Total View
675
Last Updated
10-May-2021 | 08:05 AM
Today View
0
৯ম শ্রেণি এ্যাসাইনমেন্ট : জীব বিজ্ঞান : সপ্তাহ ২

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম :
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ - ১
 
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম
প্রথম অধ্যায় : জীবনপাঠ

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: 
জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের শাখাগুলো, ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান, জীবের শ্রেণিবিন্যাস, শ্রেণিবিন্যাসের বিভিন্ন ধাপ, দ্বিপদ নামকরণ পদ্ধতি।

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ
নিচের সংকেতগুলো অনুসরণ করে Margulis এর শ্রেণিবিন্যাস অনুযায়ী জীব জগতের ৫টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক ছকে উপস্থাপন কর এবং নিচে উল্লেখিত তোমার পরিচিত জীবগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী রাজ্যের অন্তর্ভুক্ত করে ছকটিকে দেখাও।
সংকেত :
(ক) নিচের বৈশিষ্ট্যের আলোকে রাজ্য নির্বাচন কর:
১। কোষের প্রকৃতি ও সংখ্যা
২। নিউক্লিয়াসের গঠন
৩। সাইটোপ্লাজমীয় অঙ্গানুসমূহ
৪। কোষ বিভাজন
৫। খাদ্যাভাস
৬। জনন পদ্ধতি
৭। ভ্রুণ গঠন

(খ) কোনটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা দেখাও।
আমগাছ, আমাশয়ের জীবাণু, দোয়েল, রাইজোবিয়াম, মিউকর, সাইকাস, শামুক, অ্যাগারিকাস, নিউমোকক্কাস, স্পাইরোগাইরা

৯ম শ্রেণির ২য় সাপ্তাহের অ্যাসাইনমেন্ট-এর জীব বিজ্ঞান প্রশ্ন দেয়া হলো :
৯ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : জীব বিজ্ঞান : সপ্তাহ - ২ : ২০২১

নমুনা সমাধান

Margulis - এর শ্রেণিবিন্যাস অনুয়ায়ী জীবজগতের ৫ টি রাজ্যের বৈশিষ্ট্য তুলনামূলক নিম্নরূপ ছকে উপস্থাপন করা হল-

মনেরা
১। এরা এককোষী, ফিলামেন্টাস এবং কলোনিয়াল।
২। নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস কিংবা নিউক্লিয়ার পর্দা নাই।
৩। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া কিংবা এন্ডোপ্লাজমিক জালিকা নাই তবে রাইবোসোম আছে।
৪। দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষের বিভাজন ঘটে।
৫। খাদ্য গ্রহণ পদ্ধতি শোষণ এবং পরভোজী।
৬।অযৌন প্রক্রিয়ায় প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে।
৭।ভ্রুণ গঠিত হয়না।
উদাহরণ– আমাশয়ের জীবাণু নিউমোকক্কাস

প্রোটিস্টা
১। এরা এককোষী ও বহুকোষী
২। নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে এবং নিউক্লিওলাস থাকে এবং নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে।
৩। কোষে সকল ধরনের কোষ অঙ্গাণু থাকে।
৪। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়।
৫। শোষণ ও ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে।
৬। যৌন এবং অযৌন উভয় পদ্ধতিতে বংশ বৃদ্ধি ঘটে।
৭। ভ্রুণ গঠিত হয়না।
উদাহরণ— রাইবোজিবিয়াম

ফানজাই
১। এরা এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত।
২। নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে এবং নিউক্লিওলাস থাকে এবং নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে।
৩। প্লাস্টিড ছাড়া সকল অঙ্গাণু থাকে
৪। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়
৫। শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে।
৬। অযৌন প্রক্রিয়ায় প্রজনন ঘটে বংশ বৃদ্ধি করে
৭। ভ্রুণ গঠিত হয়না।
উদাহরণ– মিউকর, অ্যাগারিকাস

প্লানটি
১। এরা বহুকোষী
২। নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে এবং নিউক্লিওলাস থাকে এবং নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে।
৩। কোষে সকল ধরনের কোষ অঙ্গাণু থাকে।
৪। মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ এবং মিয়োসিস প্রক্রিয়ায় জনন কোষ বিভাজিত হয়।
৫। স্বভোজী বা নিজের খাদ্য নিজে তৈরী করে।
৬। যৌন প্রক্রিয়ায় প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে।
৭। ভ্রুণ গঠিত হয়।
উদাহরণ– আমগাছ, সাইকাস এবং স্পাইরোগাইরা।

অ্যানিমিলিয়া
১। এরা বহুকোষী
২। নিউক্লিয়াসে ক্রোমাটিন বস্তু থাকে এবং নিউক্লিওলাস থাকে এবং নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে।
৩। কোষে প্লাস্টিড, কোষ গহবর ও কোষ প্রচীর ছাড়া বাকিসব কোষ অঙ্গাণু থাকে।
৪। মাইটোসিস প্রক্রিয়ায় দেহকোষ এবং মিয়োসিস প্রক্রিয়ায় জনন কোষ বিভাজিত হয়।
৫। হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী
৬।যৌন প্রক্রিয়ায় প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে।
৭।ভ্রুণ গঠিত হয়।
উদাহরণ– দোয়েল, শামুক। উপরের বিষয়গুলো, ছক তৈরি করে অ্যাসাইনমেন্টে লিখতে হবে।

Azibul Hasan
25 March 2021


কিভাবে পোস্টার বানাবেন? / পোস্টার তৈরির নিয়ম :
[পোস্টার সাধারণত এক পৃষ্ঠায় লিখতে বা আঁকতে হয়। এই জন্য কাগজের সাথে কাগজ জুড়ে বড় করে নিতে হবে। এবং সেখানে নিজের দৃষ্টিতে সুন্দর লাগে এমন করে বিভিন্ন জায়গায় লিখা গুলো গুচ্ছ গুচ্ছ করে সাজিয়ে লেখতে হয়।]


আরো দেখুন :

২য় সপ্তাহের অন্যান্য বিষয়ের নমুনা সমাধান :

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)