সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র

History 💤 Page Views
Published
27-Jan-2021 | 02:11 PM
Total View
33.2K
Last Updated
25-Mar-2023 | 02:09 PM
Today View
0
সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে কোনো পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা পত্র লেখো। 

বা, মনে করো, তোমার নাম সুমনা। সড়ক দুর্ঘটনা রোধকল্পে অভিমত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। 

বা, মনে করো, তুমি আসিফ। তুমি বরগুনার তালতলীর বাসিন্দা। সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। 


২৪শে ফেব্রুয়ারি, ২০২১

বরাবর,
সম্পাদক
সিএ ভবন, প্রথম আলো
১০০, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা

বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন।

জনাব,
আপনার বহুল প্রচারিত দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র বিভাগে প্রকাশ করে বাধিত করবেন। 

নিবেদক
আসিফ
তালতলী, বরগুনা

সড়ক দুর্ঘটনার প্রতিকার চাই 

সড়ক দুর্ঘটনা আজকাল আমাদের দেশে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার মতো ভয়াবহ খবর। অথচ আমরা একটু সতর্ক হলেই দুর্ঘটনার মতো অস্বাভাবিক মৃত্যুকে এড়াতে পারি। সাধারণত আমাদের দেশে দুর্ঘটনাগুলো নিয়মিত কয়েকটি কারণে হয়ে থাকে। এক শ্রেণির অসৎ মালিক লোভের মোহে ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামিয়ে টাকা আয়ের চেষ্টা চালাচ্ছে। অনভিজ্ঞ ড্রাইভারদের হাতে চাবি তুলে দিচ্ছে। ড্রাইভারদের প্রতিযোগিতামূলক মন-মানসিকতা এবং অনেক সময় অতিরিক্ত আয়ের লোভে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহনও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এ ছাড়া জনসাধারণের রাস্তা পারাপারে অসতর্কতা ও অজ্ঞতাও দুর্ঘটনার আর একটি কারণ। আমরা যদি এ বিষয়গুলোর দিকে একটু নজর দিই তাহলে অনেকাংশে দুর্ঘটনা রোধ করা সম্ভব। দুর্ঘটনা রোধকল্পে কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দুর্ঘটনা আরো কমে যাবে। যেমন উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, রাস্তাঘাট সংস্কার, সেগুলো প্রশস্তকরণ ও নতুন নতুন ফুট ওভারব্রিজ তৈরি করা, অতিরিক্ত যাত্রী পরিবহন রোধকরণ, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন। পরিবহনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পরিবহন আইন অমান্য করলে আন্দোলনের ভয়ে তটস্থ না হয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দুর্ঘটনা রোধকল্পে মিডিয়ায় প্রচার অভিযান চালিয়ে আমরা সকলের মধ্যে এ রকম মানসিকতা গড়ে তুলতে পারি যে, দুর্ঘটনা আসলে দৈব কোনো ঘটনা নয়। একটু সতর্ক থাকলেই তা রোধ করা সম্ভ। 

মোটকথা, পথচারী থেকে শুরু করে যাত্রী, ড্রাইভার, গাড়ির মালিক সকলেই সচেতন থাকলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে। 

নিবেদক
আসিফ
তালতলী, বরগুনা।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (7)

Guest 01-Sep-2025 | 03:51:54 PM

𝑵𝒊𝒄𝒆,,,😍

Guest 13-Jun-2023 | 03:41:06 AM

Very good (outstanding) sir

Guest 29-Mar-2023 | 04:34:47 PM

Thank you for your help

Guest 11-Nov-2022 | 04:09:54 AM

nice ♥️

Guest 22-Oct-2022 | 10:34:09 AM

my name sumona☺️☺

Guest 13-Jun-2022 | 04:31:30 PM

it’s good✌️

Guest 27-Aug-2021 | 12:38:32 PM

It's good