দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে অভিমত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখো। 

বা, মনে করো, তুমি আকিব। তুমি ফেনীর বাসিন্দা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো। 

বা, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের যে কষ্ট হচ্ছে তা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো। 


২৬শে জানুয়ারি, ২০২১

বরাবর
সম্পাদক
প্রথম আলো
সিএ ভবন, ১০০, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন।

জনাব,
আপনার বহুল প্রচারিত ‘প্রথম আলো’ পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র বিভাগে অনুগ্রহপূর্বক প্রকাশ করলে কৃতার্থ হব। 

নিবেদক
আকিব
ছাগলনাইয়া, ফেনী।

প্রসঙ্গ : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

আমাদের দেশের অধিকাংশ মানুষ স্বল্পআয়ের। সামান্য আয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টকর। যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে তাতে করে জনসাধারণ আতঙ্কিত না হয়ে পারছে না। নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের নাভিশ্বাস উঠতে বসেছে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে। সীমিত আয়ের মানুষের জীবনযাপন এমনিতে বহুমুখী সমস্যায় বিপর্যস্ত, তার ওপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। কেন দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি, কারা এর জন্য দায়ী- এসব বিষয় খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে শীঘ্রই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগামকে টেনে ধরতে হবে। তা না হলে সর্বস্তরের মানুষের মাঝে এ অসন্তোষ দানা বাঁধছে তা যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটাতে পারে। আর সেরকম কিছু হলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া খুব কঠিন হবে। অতএব অর্থনীতিবিদ, আমদানিকারক, ব্যবসায়ী, ভোক্তা সকলের মতামত নিয়ে এখনই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করছি, বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে এবং সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারবে। 

আকিব
ছাগলনাইয়া
ফেনী

1 Comments

Post a Comment
Previous Post Next Post